যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের সর্বশেষ আদেশে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলায় আরোপিত প্রতিকারমূলক ব্যবস্থাগুলোর নির্দিষ্ট ও বিস্তৃত বিবরণ যোগ করা হয়েছে। গত বছরের রায়ে পরাজয়ের পর কোম্পানির জন্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে, সেই সিদ্ধান্তগুলোকেই শুক্রবারের আদেশে চূড়ান্ত রূপ দিয়েছেন সংশ্লিষ্ট জেলা আদালতের বিচারক।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে গুগলকে ইন্টারনেট সার্চ বাজারে বেআইনি একচেটিয়া অবস্থান ধরে রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এরপর চলতি বছরের সেপ্টেম্বর মাসে জেলা আদালতের এই বিচারক সরকারের প্রস্তাবিত সবচেয়ে কঠোর শাস্তি, বিশেষ করে কোম্পানির ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করার মতো ব্যবস্থা, প্রত্যাখ্যান করেন। তবে আদালত গুগলকে সার্চ ডেটার ওপর তার নিয়ন্ত্রণ শিথিল করার নির্দেশ দেন।
শুক্রবার প্রকাশিত নতুন নথিতে বিচারক তাঁর রায়ের অতিরিক্ত দিকগুলো ব্যাখ্যা করেন। তিনি লিখেছেন যে অ্যান্টিট্রাস্ট প্রতিকারমূলক আদেশের খসড়া প্রস্তুত করার ক্ষেত্রে বহু জটিল বিষয় রয়েছে এবং তাতে প্রতিটি বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন আদেশে বলা হয়েছে যে গুগল ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানের সাথে এমন ধরনের চুক্তি করতে পারবে না যেটি কোম্পানিটি দীর্ঘদিন ধরে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সাথে করে আসছে, যদি না সেই চুক্তির মেয়াদ স্বাক্ষরের এক বছরের মধ্যে শেষ হয়ে যায়। গুগল প্রতি বছর অ্যাপলকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করে, যাতে অ্যাপলের ডিভাইসগুলোর সাফারি ব্রাউজারে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখা হয়।
আদালতের রায়ের পরিধি আরও বিস্তৃত করা হয় জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই সম্পর্কিত পণ্য ও সেবার ক্ষেত্রেও। রায়ে বলা হয়েছে, এমন কোনো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, সেবা, টুল বা ফিচার যা জেনারেটিভ এআই বা বড় ভাষা মডেল ব্যবহার করে, সেসব ক্ষেত্রেও একই নিয়ন্ত্রণ প্রয়োগ হবে। বিচারক উল্লেখ করেন যে এসব প্রতিকারমূলক ব্যবস্থার ক্ষেত্রে জেনারেটিভ এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবারের আদেশে একটি প্রযুক্তিগত কমিটির গঠন নিয়েও বিস্তারিত নির্দেশনা যুক্ত করা হয়েছে, যারা নির্ধারণ করবে গুগল কোন কোন প্রতিষ্ঠানের সাথে তাদের ডেটা ভাগ করবে। রায়ে বলা হয়েছে, কমিটির সদস্যদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্য আহরণ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতি, আচরণগত বিজ্ঞান, ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়ে দক্ষতা থাকতে হবে।
কমিটির সদস্যদের জন্য স্বার্থসংঘাতমুক্ত থাকার শর্ত আরোপ করা হয়েছে। বিশেষ করে তারা গুগল বা গুগলের প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে থাকলে, সে ক্ষেত্রে সাম্প্রতিক ছয় মাসের মধ্যে বা দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া যাবে না।
বিচারকের নির্দেশনায় আরও বলা হয়েছে যে কমিটির সদস্যরা গুগলের সোর্স কোড এবং অ্যালগোরিদমে প্রবেশাধিকার পাবে, যদিও তা একটি গোপনীয়তা চুক্তির আওতায় থাকবে। একই সঙ্গে গুগলকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট ওয়েব ইনডেক্স ডেটা এবং ব্যবহারকারীর কিছু সার্চ ইন্টারঅ্যাকশন সম্পর্কিত কাঁচা ডেটা শেয়ার করার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে কোম্পানিকে তাদের অ্যালগোরিদম শেয়ার করতে হবে না। আগে আদালত উল্লেখ করেছিলেন যে এই ডেটাসেটগুলো গুগলের মোট ট্র্যাফিকের তুলনায় ছোট হলেও, সার্চ র্যাংকিং এবং এআই সিস্টেম প্রশিক্ষণে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০২৪ সালের আগস্টে আদালত রায় দেন যে গুগল শারম্যান অ্যাক্টের সেকশন ২ লঙ্ঘন করেছে এবং সার্চ ও সংশ্লিষ্ট বিজ্ঞাপন খাতে একচেটিয়া অবস্থান ধরে রেখেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই অ্যান্টিট্রাস্ট বিচার শুরু হয়েছিল।
গুগল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, যদিও তারা আগেই জানিয়েছিল যে একচেটিয়া প্রমাণিত হওয়ার এই রায় কোম্পানি আপিল করবে।



