Thursday, January 1, 2026
spot_img
Homeএডুকেশনকানাডায় স্টাডি পারমিটে নতুন সীমা: পরিকল্পনায় বড় পরিবর্তন

কানাডায় স্টাডি পারমিটে নতুন সীমা: পরিকল্পনায় বড় পরিবর্তন

কানাডা তাদের আগামী তিন বছরের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে, যেখানে স্থায়ী বাসিন্দার সংখ্যা বৃদ্ধি এবং অস্থায়ীভাবে দেশটিতে প্রবেশকারী শিক্ষার্থীসহ অন্যান্য বাসিন্দার সংখ্যা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি প্রকাশিত ২০২৬ থেকে ২০২৮ সালের পরিকল্পনায় জানিয়েছে যে দেশটি জনসংখ্যা, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত সক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এখন স্থিতিশীলতার পর্যায়ে রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে কানাডা মোট ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে। একই সময়ে কাজ বা পড়াশোনার উদ্দেশ্যে অস্থায়ীভাবে দেশে প্রবেশকারীর সংখ্যা কমানো হবে। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিট সংখ্যা উল্লেখযোগ্যভাবে সীমিত করার কথা জানানো হয়েছে।

আইআরসিসি ঘোষণা করেছে যে ২০২৬ সালে মোট ৪ লাখ ৮ হাজার স্টাডি পারমিট ইস্যু করা হবে। এর মধ্যে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকছে ১ লাখ ৫৫ হাজার পারমিট, আর বর্তমান ও পুনরায় ফিরে আসা শিক্ষার্থীদের এক্সটেনশনের জন্য বরাদ্দ থাকবে ২ লাখ ৫৩ হাজার পারমিট। এই সংখ্যা ২০২৫ সালের ৪ লাখ ৩৭ হাজার টার্গেটের তুলনায় প্রায় ৭ শতাংশ কম এবং ২০২৪ সালের ৪ লাখ ৮৫ হাজার পারমিট ইস্যুর তুলনায় কমপক্ষে ১৬ শতাংশ হ্রাসপ্রাপ্ত। সরকারের লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দার সংখ্যা কানাডার মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে নিয়ে আসা, যা অভিবাসন ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে আরও টেকসই করবে।

নতুন পরিকল্পনায় মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে পাবলিক ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশনে উচ্চশিক্ষায় অধ্যয়নরত মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদনে আর প্রাদেশিক বা আঞ্চলিক অ্যাটেস্টেশন লেটার PAL বা TAL জমা দিতে হবে না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের কাগজপত্রের জটিলতা কমাবে এবং উচ্চশিক্ষার্থীদের জন্য প্রক্রিয়া আরও সহজ করবে।

২০২৬ সালে যেসব গ্রুপ PAL বা TAL ছাড় পাবে তাদের মধ্যে রয়েছে পাবলিক ডিএলআইতে মাস্টার্স ও ডক্টরাল শিক্ষার্থী, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, কানাডা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিভুক্ত আবেদনকারী এবং একই ডিএলআই ও একই লেভেলে স্টাডি পারমিট এক্সটেনশনের আবেদনকারী শিক্ষার্থী।

আইআরসিসি বিস্তারিতভাবে জানিয়েছে কোন গ্রুপ কতসংখ্যক স্টাডি পারমিট পাবে। ২০২৬ সালে পাবলিক ডিএলআইতে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৯ হাজার পারমিট, যা PAL বা TAL ছাড়প্রাপ্ত। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ১৫ হাজার পারমিট। অন্যান্য PAL বা TAL ছাড়প্রাপ্ত ক্যাটাগরির জন্য নির্ধারিত হয়েছে ৬৪ হাজার পারমিট। এছাড়া ১ লাখ ৮০ হাজার পারমিট থাকবে সেই শিক্ষার্থীদের জন্য যাদের জন্য PAL বা TAL প্রয়োজন হবে। এই প্রয়োজনীয় স্টাডি পারমিটগুলো কানাডার বিভিন্ন প্রদেশে তাদের জনসংখ্যা অনুযায়ী বণ্টন করা হবে।

নতুন পরিকল্পনা থেকে স্পষ্ট যে কানাডা আগামী বছরগুলোতে স্থায়ী অভিবাসী গ্রহণ বাড়ালেও অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতে দৃঢ়প্রতিজ্ঞ। এ পদক্ষেপের মাধ্যমে দেশের অবকাঠামোগত সক্ষমতা, বাজার চাহিদা এবং জনসংখ্যার ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments