Thursday, January 1, 2026
spot_img
Homeপ্রযুক্তি জগৎসেলফ ডেসট্রাক্ট বাটনে ডেটা সুরক্ষার নতুন যুগ

সেলফ ডেসট্রাক্ট বাটনে ডেটা সুরক্ষার নতুন যুগ

সংবেদনশীল তথ্য নিরাপদে সংরক্ষণ ও প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। ঠিক এমনই পরিস্থিতিতে প্রযুক্তিপণ্য নির্মাতা টিমগ্রুপ বাজারে এনেছে এক অভিনব সমাধান। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে সেলফ ডেসট্রাক্ট বাটনযুক্ত বহনযোগ্য এসএসডি যা ‘টি ক্রিয়েট এক্সপার্ট পি৩৫এস’ নামে পরিচিত। এই নতুন প্রযুক্তির ডিভাইসটি ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্যকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার সুযোগও তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই বিশেষ মডেলের এসএসডিতে থাকা সেলফ ডেসট্রাক্ট বাটনে চাপ দিলেই নির্দিষ্ট ড্রাইভে থাকা সব তথ্য স্থায়ীভাবে মুছে যাবে। ফলে কোনো অবস্থাতেই অন্য কেউ এই ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারবে না। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে পুরো সিস্টেমটি।

এ ধরনের ডিভাইসে সাধারণত পাসওয়ার্ড সুরক্ষা বা বায়োমেট্রিক যাচাই ব্যবহৃত হয়। তবে এই নতুন এসএসডিটিতে প্রতিষ্ঠানটি তার পরিবর্তে ব্যবহার করেছে ‘ওয়ান ক্লিক ডেটা ডিসট্রাকশন’ নামের বিশেষ সার্কিট। টিমগ্রুপের দাবি অনুযায়ী এই সার্কিট এমনভাবে তৈরি যে এটি নির্দিষ্ট ড্রাইভে থাকা সব ধরনের তথ্য পুরোপুরি মুছে ফেলতে সক্ষম। মুছে ফেলা তথ্য কোনোভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটি এসএসডির অভ্যন্তরেই পরিচালিত হয়, ফলে তথ্য ধ্বংসের নিরাপত্তা নিশ্চিত হয় একেবারে মূল পর্যায় থেকেই।

দুর্ঘটনাবশত বাটনে চাপ পড়ে তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে ব্যবহার করা হয়েছে দুই ধাপের স্লাইডিং সুইচ। প্রথম ধাপে সুইচ সামান্য সরালেই দেখা যায় লাল সতর্ক সংকেত। এটি ব্যবহারকারীকে জানিয়ে দেয় যে পরবর্তী ধাপে এগোলে তথ্য মুছে যাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। দ্বিতীয় ধাপে সুইচের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করলেই ডেটা ধ্বংস কার্যক্রম শুরু হয়। একবার এই প্রক্রিয়া সক্রিয় হলে ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করেও তা থামানো যায় না।

টিমগ্রুপ জানিয়েছে এই প্রযুক্তিসম্পন্ন এসএসডি সাধারণ ব্যবহারকারী বা ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য মূলত তৈরি করা হয়নি। বরং যাঁরা নিয়মিত গোপন নথি, গোপন গবেষণামূলক তথ্য বা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণিবদ্ধ তথ্য বহন করেন, তাঁদের জন্যই ডিভাইসটি তৈরি করা হয়েছে। অর্থাৎ যেসব পেশায় তথ্য নিরাপত্তা সরাসরি কাজের সঙ্গে যুক্ত সেখানে এই এসএসডিটি বিশেষ কাজে লাগতে পারে।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ইউএসবি সি ৩.২ জেন ২ পোর্ট যা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ এক হাজার মেগাবাইট গতিতে তথ্য পড়া এবং লেখা সম্ভব করে। এই উচ্চগতির ডেটা ট্রান্সফার সুবিধা ব্যবহারকারীর কাজকে দ্রুততা ও দক্ষতা দেয়। আকারে মাত্র সাড়ে তিন ইঞ্চির এই এসএসডিটির ওজন মাত্র ৪২ গ্রাম যা সহজেই বহনযোগ্য করে তোলে। চলার পথেও ডিভাইসটি আরামেই রাখা ও ব্যবহার করা সম্ভব।

তবে এতসব প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ করলেও প্রতিষ্ঠানটি এখনো পণ্যের দাম বা বাজারে আসার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো ঘোষণা দেয়নি। ফলে ব্যবহারকারীরা কবে থেকে এই নতুন নিরাপত্তাসম্পন্ন এসএসডি হাতে পাবেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments