যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়লেও, সৌভাগ্যবশত এর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। মার্কিন নৌবাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছে।
বুধবার লেমুর নেভাল এয়ার স্টেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “পাইলট সফলভাবে ইজেক্ট করতে পেরেছেন এবং তিনি অক্ষত আছেন। এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত বা ক্ষতিগ্রস্ত হননি।” কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। নৌবাহিনী জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও আধুনিক এই যুদ্ধবিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন-এর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি, কারণ ঘটনাটি তাদের নিয়মিত অফিস সময়ের বাইরে ঘটেছে।
উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে এফ-৩৫ সবচেয়ে উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং এর উৎপাদন ব্যয়ও অনেক বেশি।