Monday, December 29, 2025
spot_img
Homeইমিগ্রেশন তথ্যমেরিল্যান্ডে আইসির অভিযানে গাড়ি রুখতে গিয়ে গুলি

মেরিল্যান্ডে আইসির অভিযানে গাড়ি রুখতে গিয়ে গুলি

মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের কাছে বুধবার একটি ট্রাফিক স্টপিং অভিযানে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কর্মকর্তাদের ওপর সরাসরি গাড়ি চালানোর চেষ্টা করা এক অবৈধ অভিবাসীকে গুলি করা হয়েছে। এ সময় একই ভ্যানে থাকা অপর এক অভিবাসীও আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উভয়েই স্থিতিশীল অবস্থায় আছে এবং সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (DHS) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা বৃহস্পতিবার প্রকাশিত হওয়া সপ্তাহের দ্বিতীয় ঘটনা যেখানে ICE কর্মকর্তারা একটি অবৈধ অভিবাসীর ওপর গুলি চালান। প্রথম ঘটনায় আহত ব্যক্তি গুলিতে Treffer হয়নি। তবে বুধবারের ঘটনার সময় ভ্যানের চালককে গুলি করা হয় এবং যাত্রী আহত হন।

DHS সহকারী সচিব ট্রিশিয়া ম্যাকলাফলিন জানিয়েছেন, কর্মকর্তারা গ্লেন বার্নি, মেরিল্যান্ডে একটি “লক্ষ্যভিত্তিক অভিবাসন আইন প্রয়োগ অভিযান” পরিচালনা করছিলেন। তারা ভ্যানে থাকা দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। অফিসাররা ভ্যান চালককে ইঞ্জিন বন্ধ করার অনুরোধ করলে তিনি তা অস্বীকার করেন এবং গন্তব্য ছাড়ার চেষ্টা করেন। তার পর তিনি ICE গাড়িগুলোকে ধাক্কা দিতে থাকেন এবং সরাসরি কর্মকর্তাদের দিকে গাড়ি চালান।

ম্যাকলাফলিন জানান, কর্মকর্তারা নিজেদের জীবন এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষার জন্য গুলি চালান, যার ফলে ভ্যানের চালক আহত হন। পরে চালক গাড়িটি দুই ভবনের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ভ্যানের যাত্রীও দুর্ঘটনার সময় আহত হন। কর্মকর্তারা আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসা দেন এবং হাসপাতালে স্থানান্তর করেন। কোনো ICE কর্মকর্তা আহত হননি।

DHS জানিয়েছে, ভ্যানের চালক যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের ডিসেম্বর মাসে পোর্তুগাল থেকে প্রবেশ করেছিলেন। তার ভিসার মেয়াদ ২০০৯ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পর তিনি দেশ ছাড়েননি। আর যাত্রীর অভিবাসন ইতিহাস সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করা হয়নি।

গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে ICE এবং DHS’র কর্মকাণ্ডের সময় গাড়ি সংক্রান্ত সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। সহকারী ICE পরিচালক অব পাবলিক অ্যাফেয়ার্স এমিলি কোভিংটন জানিয়েছেন, অনেক সময় অভিযুক্তরা সচেতনভাবে কর্মকর্তাদের দিকে গাড়ি চালাচ্ছে, আইন প্রয়োগকারী গাড়িকে ঘিরে ফেলছে এবং রাস্তায় চাপে ফেলছে।

কিন্তু ICEকেও সমালোচনা করা হয়েছে, বিশেষ করে “প্রিসিশন ইমোবিলাইজেশন টেকনিক” (PIT) ব্যবহারের কারণে। এটি এমন একটি কৌশল যা গাড়িকে ঘুরিয়ে থামিয়ে দেয় এবং বিশেষজ্ঞদের মতে, এটি প্রাণঘাতী শক্তির ব্যবহার হিসেবে ধরা হয়।

অক্টোবরে কাস্টমস ও বর্ডার প্রটেকশন (CBP) একজন মহিলাকে গুলি করে যিনি কর্মকর্তার গাড়ির দিকে ধাক্কা দিয়েছিলেন। এরপর বিচারক মামলাটি প্রত্যাহার করেন। এছাড়া শিকাগোর কিছু ঘটনায় গুলি করে হত্যা এবং বিভিন্ন প্রকাশ্য বিবৃতিতে অসঙ্গতি দেখা যাওয়ায় সমালোচনা বেড়েছে।

এই ধরনের ঘটনার কারণে অভিবাসন আইন প্রয়োগ সংক্রান্ত কার্যক্রম এবং স্থানীয় জনমানসে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কর্মকর্তারা বলছেন, গাড়ি সংঘর্ষ এবং রামিংয়ের ঘটনা এখন আইন প্রয়োগ অভিযানের একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments