যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কেউ সেদেশে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন। ঢাকার মার্কিন দূতাবাস সম্প্রতি তাদের ফেসবুক পেজে এক সতর্কতামূলক বার্তায় এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত ওই বার্তায় বলা হয়েছে, ভিসার মেয়াদের অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে থাকা একটি গুরুতর বিষয়, যার ফলে ভ্রমণকারীর ওপর ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন সংক্রান্ত সব ধরনের তথ্য দেখতে পারেন। এর ফলে ভিসার নিয়ম লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে তা তাদের নজর এড়ায় না। তাই ‘ভুলবশত’ এমন কিছু করার কোনো সুযোগ নেই। দূতাবাস আরও মনে করিয়ে দেয়, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা প্রতিটি ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব।