লক্ষ্য কোটি ভক্তের হৃদয় কাঁপানো মার্কিন পপতারকা টেইলর সুইফট-এর বাগদান সম্পন্ন হয়েছে। টেইলর সুইফট রোমান্টিক একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ মঙ্গলবার যৌথ পোস্টে তারা এ ঘোষণা দেন।
বাগদানের সময় হীরার আংটি টেইলরকে উপহার দেন কেলস। ছবি প্রকাশের পর সবার চোখ আটকে যায় রাজকীয় সেই আংটিতে। তারা আংটিটির প্রকৃত দাম প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যম এর দাম নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। অধিকাংশ গণমাধ্যম বলছে, বাগদানে টেইলরকে কেলস যে হীরার আংটি উপহার দেন তার অনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
ব্রাইডস্ ম্যাগাজিন বলছে, সুইফটের বাগদানের আংটি রাজকীয়। পুরনো ধাঁচের ওল্ড মিনি ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড বসানো। এই আংটিতে আছে আভিজাত্যের ছোঁয়া। বিশেষজ্ঞদের মতে, এর ওজন ৭ থেকে ১০ ক্যারেট হতে পারে। এর দাম হতে পারে ৭ কোটি টাকার মতো।
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করার পর তাঁদের প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।