Friday, January 2, 2026
spot_img
Homeকমিউনিটি সংবাদনিউইয়র্কে বলিউডের জাদু: সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের রঙিন এক সন্ধ্যা

নিউইয়র্কে বলিউডের জাদু: সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের রঙিন এক সন্ধ্যা

নিউইয়র্কের ব্যস্ত শহর এবার যেন এক টুকরো মুম্বাইতে পরিণত হলো। সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণিল বলিউড নাইট ২০২৫, যেখানে সুর, নাচ আর উচ্ছ্বাসে ভরে উঠেছিলো ব্রঙ্কসের আল্ আকসা পার্টি হল। ২৮ নভেম্বরের সেই শুক্রবার যেন ছিলো বলিউডপ্রেমীদের উৎসবের দিন।

অনুষ্ঠানের আকর্ষণ ছিলো তিন পর্বে সাজানো চমৎকার সব গান: ওল্ড ইজ গোল্ড, সুইট নাইনটিস এবং পার্টি সংস। শুরু থেকেই দর্শকদের মনে নস্টালজিয়ার ঢেউ তোলে বিগত দশকের জনপ্রিয় হিট গানগুলো। পরবর্তীতে আধুনিক বলিউড গানের মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরা।

উপস্থাপকের পদে থাকা দুজন অতিথিকে সঙ্গে নিয়ে একে একে মঞ্চে উঠেন একাধিক প্রতিভাবান গায়ক। নানান সময়ের জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করে তারা দর্শকদের মুগ্ধ করেন। শিল্পীদের শক্তিশালী কণ্ঠ, নির্বাচিত গানের তালগতি আর মঞ্চে প্রাণবন্ত উপস্থিতি পুরো হলজুড়ে সৃষ্টি করে উৎসবের আমেজ।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার পদে থাকা একজন সংগঠক অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করিয়ে দেন আয়োজক প্রতিষ্ঠানের সদস্যদের। সংগঠনের প্রতিটি সদস্যই এই আয়োজনে নিজেদের সেরাটা তুলে ধরেছেন। পরিকল্পনা, সংগঠন, মঞ্চ পরিচালনা—সবকিছুতেই ছিলো দলগত প্রচেষ্টার ছাপ।

গানের পাশাপাশি দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস যোগ করে মিথান ডান্স একাডেমির নৃত্য পরিবেশনা। নাচে অংশ নেন দুই প্রতিভাবান নৃত্যশিল্পী, আর তাদের নৃত্য পরিচালনায় ছিলেন একজন অভিজ্ঞ কোরিওগ্রাফার। বলিউড গানের সঙ্গে সিঙ্ক করে তাদের তালময় অভিনয় এবং নাচ সন্ধ্যাকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশেষ দিক হলো—এই অনুষ্ঠানটি ছিলো বাঙালি কমিউনিটির মধ্যে প্রথম যেটি একেবারে শুধুমাত্র হিন্দি গান ও নাচ নিয়ে সাজানো। দর্শনীয় বিনিময়ে আয়োজিত এই ইভেন্টে অংশ নিতে ভিড় জমে আগত অতিথিদের। হল কানায় কানায় পূর্ণ ছিলো, দর্শকদের উচ্ছ্বাসে হল ভরে উঠে। অনেকে অনুষ্ঠানের শেষে আবারও এমন আয়োজন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকদের কাছে।

সুর, নাচ আর আবেগে ভরা এই রাতটি প্রমাণ করেছে—সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর নিউইয়র্কে বলিউড এখনো সমান জনপ্রিয়। সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট তাদের সফল আয়োজনে এই ভালোবাসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments