Saturday, December 27, 2025
spot_img
Homeইমিগ্রেশন তথ্যট্রাম্পের বাহিনীর নিয়ন্ত্রণে বড় ধাক্কা

ট্রাম্পের বাহিনীর নিয়ন্ত্রণে বড় ধাক্কা

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত স্থগিত করতে ফেডারেল আদালতের নির্দেশ নতুন মোড় এনেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহরটিতে যে অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় প্রশাসন সরাসরি রাজ্য বাহিনী নিয়ন্ত্রণ করছিল, তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের একজন জেলা বিচারক। এই নির্দেশ কার্যকর হবে আগামী সোমবার থেকে, এর আগে পর্যন্ত প্রশাসন নিজ অবস্থানে থাকতে পারবে।

রাজ্য সরকারের দাবি, গত জুনে কেন্দ্রীয় প্রশাসন যে পরিস্থিতিকে অজুহাত হিসেবে তুলে ধরে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে লস অ্যাঞ্জেলেসে নামায়, বর্তমানে সেই অবস্থা বহুলাংশে বদলে গেছে। শুরুতে চার হাজারের বেশি সদস্য মোতায়েন করা হলেও অক্টোবরের শেষ নাগাদ সেই সংখ্যা নেমে আসে কয়েকশতে এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেস এলাকায় রয়েছেন মাত্র শতাধিক সদস্য।

এদিকে কেন্দ্রীয় প্রশাসন মোতায়েনের মেয়াদ বাড়িয়ে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রেখেছে। পাশাপাশি ডেমোক্র্যাটনিয়ন্ত্রিত শহরগুলোতে সামরিক উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে ওরেগনের পোর্টল্যান্ডেও ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর উদ্যোগ নেয় তারা, যা স্থানীয় নেতাদের তীব্র আপত্তির মুখে পড়ে।

ন্যায়বিভাগের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে লস অ্যাঞ্জেলেসে ফেডারেল স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো গার্ড সদস্যদের প্রয়োজন রয়েছে। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের অনুমতি ছাড়াই বাহিনী মোতায়েন ও নিয়ন্ত্রণের এই ধারায় আপাতত বিরতি টানতে হবে।

উল্লেখ্য, অভিবাসন আইন প্রয়োগে কেন্দ্রীয় প্রশাসনের কঠোর তৎপরতা নিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে প্রেসিডেন্ট কর্তৃপক্ষ প্রথমবারের মতো গভর্নরের অনুরোধ ছাড়াই একটি রাজ্যের ন্যাশনাল গার্ড বাহিনী সক্রিয় করেন। কয়েক দশকের মধ্যে এটি ছিল নজিরবিহীন ঘটনা। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে একটি ফেডারেল আটক কেন্দ্রের বাইরে বিক্ষোভের প্রেক্ষাপটে সদস্যরা মোতায়েন হন এবং পরবর্তীতে শহরের বিভিন্ন এলাকায় অভিবাসন কর্মকর্তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।

এই পদক্ষেপের বিরোধিতা করে ক্যালিফোর্নিয়া আদালতের দ্বারস্থ হলে জেলা পর্যায়ের বিচারক প্রথমে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, যাতে গার্ড সদস্যদের নিয়ন্ত্রণ রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আপিল আদালতের একটি বেঞ্চ সেই সিদ্ধান্ত স্থগিত করে।

রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্রীয় প্রশাসন গার্ড সদস্যদের প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনশৃঙ্খলা বাহিনীতে পরিণত করেছে, যা দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক ব্যবহারের আইনগত সীমারেখার সরাসরি লঙ্ঘন। বিপরীতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের সময় সহিংসতার কারণে নিয়মিত বাহিনী দিয়ে আইন প্রয়োগ করা সম্ভব ছিল না এবং পরিস্থিতি বিদ্রোহ বা বিদ্রোহের ঝুঁকির পর্যায়ে পৌঁছেছিল।

এ বছরের সেপ্টেম্বরে বিচারক রায় দেন যে এই মোতায়েন আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। একই ধরনের কারণে অন্য শহর, যেমন পোর্টল্যান্ড ও শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনও আদালত স্থগিত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments