Wednesday, December 31, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎচ্যাটজিপিটির নতুন শপিং সহকারী হাজির

চ্যাটজিপিটির নতুন শপিং সহকারী হাজির

ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিতে যুক্ত করেছে নতুন একটি টুল, যার নাম শপিং রিসার্চ। এই সুবিধা ব্যবহারে অনলাইনে পণ্য অনুসন্ধান থেকে শুরু করে একই ধরনের বিভিন্ন পণ্যের দামের তুলনা এবং নির্দিষ্ট পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানাসহ পুরো কেনাকাটার প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত হবে। প্রতিষ্ঠানের মতে, রিয়েলটাইম তথ্যের উপর ভিত্তি করে ভোক্তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতেই এই প্রযুক্তিগত সুবিধা যুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে জানা যায়, শপিং রিসার্চ টুলটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন পণ্যের মূল্য পরিবর্তন, রিভিউ, উপলভ্যতা, স্পেসিফিকেশনসহ কেনার পূর্বে প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় এনে দেবে। পাশাপাশি একাধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করার সুবিধা ব্যবহারকারীর সিদ্ধান্ত গ্রহণকে আরও সুস্পষ্ট করবে। শুধু তাই নয়, পণ্যের ওপর প্রাপ্ত ছাড়, সম্ভাব্য ডেলিভারি সময় অথবা অতিরিক্ত সুবিধার মতো বিষয়গুলোও এই টুলে প্রদর্শিত হবে। ব্যবহারকারীর বাজেট ও ব্যক্তিগত পছন্দ বিবেচনায় নির্দিষ্ট পরামর্শ দেওয়ার সক্ষমতাও যুক্ত রয়েছে এতে।

টুলটি সক্রিয় করলে একটি ভিজ্যুয়াল ইন্টারফেস প্রদর্শিত হবে, যেখানে ব্যবহারকারী নিজের বাজেট নির্ধারণের পাশাপাশি পণ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারবেন। আর যদি মেমোরি ফিচার চালু থাকে, তাহলে আরও দ্রুত এবং সুনির্দিষ্ট পরামর্শ পাওয়া যাবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর কেনার সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলতে সক্ষম এ ধরনের সেবা ভবিষ্যতে ওপেনএআইয়ের জন্য সম্ভাবনাময় আয়ের উৎস তৈরি করতে পারে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধীরে ধীরে সব মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে লগইন করা ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। ফ্রি, গো, প্লাস ও প্রো সব ধরনের প্ল্যানে শপিং রিসার্চ টুলটি উন্মুক্ত করা হচ্ছে। মূলত অনলাইন কেনাকাটায় চ্যাটজিপিটিকে আরও নির্ভরযোগ্য সহযোগী হিসেবে প্রতিষ্ঠা করতেই নতুন এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments