আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে আরও কয়েকটি দেশ। ইতোমধ্যে সেই তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ।
ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার এ প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। গাজায় দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্রান্স এ উদ্যোগকে এগিয়ে নিচ্ছে।
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক মাসে গাজায় পরিস্থিতির অবনতি মারাত্মক আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, ইউরোপসহ বিশ্বের নানা দেশে এখন দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পক্ষে আন্দোলন জোরদার হচ্ছে। লুক্সেমবার্গ সেইসব দেশের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত, যারা জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তবে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ উদ্যোগের কড়া সমালোচনা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, এ ধরনের পদক্ষেপ হামাসকে আরও উসকে দিচ্ছে।
এএফপির হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের এক হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ২১৯ জন। এর পর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। জাতিসংঘও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছে।
এদিকে, জাতিসংঘের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বকেই এর উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামী সপ্তাহের অধিবেশনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।