Sunday, October 5, 2025
spot_img
Homeভ্রমণ টুকিটাকিভেনিসে ক্যানালে অবৈধভাবে গোসল, পর্যটকদের জরিমানা ও নিষিদ্ধ করা হলো

ভেনিসে ক্যানালে অবৈধভাবে গোসল, পর্যটকদের জরিমানা ও নিষিদ্ধ করা হলো

গত সপ্তাহে ভেনিসের বিখ্যাত ক্যানালে অবৈধভাবে গোসল করার চেষ্টা করার পর দুই পর্যটককে শহর থেকে তাড়া করা হয়েছে। শহর প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, এক ব্রিটিশ নাগরিক (৩৫) ও এক রোমানিয়ান নাগরিক (২৫) গ্র্যান্ড ক্যানাল এবং রিও দি সান ভিডাল এলাকায় ক্যানালে ঝাঁপ দেওয়ার সময় ধরা পড়েন।

ক্যানালে ঝাঁপ দেওয়ার পর নিকটবর্তী সান ভিডাল স্টেশনের গন্ডোলিয়াররা স্থানীয় পুলিশের কাছে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি সার্ভিস বোট ব্যবহার করে পর্যটকদের বের করে আনে।

শহরের নিয়ম অনুযায়ী ক্যানালে গোসল সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা, জনসাধারণের সুরক্ষা এবং স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা। নিয়ম ভঙ্গকারীদের সেই এলাকার প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

দুই পর্যটককে পৃথকভাবে ৪৫০ ইউরো জরিমানা করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার জন্য ঐ ঐতিহাসিক কেন্দ্রীয় এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। ফলে তাদের ভেনিস সফর তাত্ক্ষণিকভাবে শেষ হয়েছে।

শহরের নিরাপত্তা কাউন্সিলর জানান, “গন্ডোলিয়ারদের সহযোগিতা এবং দ্রুত প্রতিবেদন আমাদের পুলিশের কার্যক্রমকে সহজ করেছে। আমরা অবমাননাকর ও অসভ্য আচরণের বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছি। ভেনিসকে রক্ষা করা মানে শহরের মর্যাদা রক্ষা করা এবং উভয় বাসিন্দা ও পর্যটকের মর্যাদা নিশ্চিত করা।”

ভেনিসের ক্যানালে পর্যটকেরা কখনো কখনো ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে। ২০২৩ সালে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার পর পুলিশ তাকে খুঁজেছিল। ২০২৫ সালের শুরু থেকে, ভেনিস শহর নিয়ম ভঙ্গকারী দর্শনার্থীদের এক হাজারের বেশি নির্বাসন আদেশ জারি করেছে।

একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী শহর হিসেবে ভেনিস অতিরিক্ত পর্যটক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দিনের পর্যটক ফি আরোপ ও পর্যটক গ্রুপ সীমিতকরণ। এছাড়া স্থানীয়রা পোভেগলিয়া দ্বীপকে সকলের জন্য খোলা রাখার উদ্যোগও নিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments