Monday, October 6, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎআবারও সময় বাড়ছে! টিকটক বিক্রি না হলে বন্ধ—ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ইঙ্গিত

আবারও সময় বাড়ছে! টিকটক বিক্রি না হলে বন্ধ—ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ইঙ্গিত

টিকটকের মার্কিন শাখা বিক্রি কিংবা বন্ধ করার জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেটি আবারও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন আগামী ১৭ সেপ্টেম্বরের সময়সীমা আরেক দফা পিছিয়ে দিতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ানো হতে যাচ্ছে, যদিও আইন অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি পর্যন্তই বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল।

গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, টিকটক কেনার জন্য কয়েকজন মার্কিন ক্রেতা প্রস্তুত আছেন। তবে সাম্প্রতিক মন্তব্যে তিনি বিষয়টি নিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমরা এখনো আলোচনা করছি। হয়তো এটি বন্ধ হয়ে যাবে, আবার হয়তো নয়। সবকিছু নির্ভর করছে চীনের ওপর।”

হোয়াইট হাউস এখনও এই সম্ভাব্য সময়সীমা বাড়ানো নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে যদি সত্যিই সময় বাড়ানো হয়, তবে তা ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মধ্যে জনপ্রিয় এ অ্যাপটি বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনের অনিচ্ছুক মনোভাবই প্রকাশ করবে।

ওয়াশিংটনের অনেকেই আশঙ্কা করেন, চীন এই অ্যাপের মাধ্যমে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি বা প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি অ্যাপটি বাঁচাতে চান।

চুক্তির অগ্রগতি বেশ ধীরগতিতে চলছে। টিকটকের বহুল আলোচিত অ্যালগরিদম যুক্তরাষ্ট্রের কোনো ক্রেতাকে হস্তান্তর করতে বেইজিংয়ের অনুমতি প্রয়োজন। এ বছরের শুরুতে একটি চুক্তির চেষ্টা হলেও তা থেমে যায়, কারণ ট্রাম্প প্রশাসনের নতুন করে আরোপিত শুল্কের পর চীন অনুমোদন দিতে রাজি হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী ও বাণিজ্য প্রতিনিধি স্পেনে চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছেন, যেখানে টিকটক প্রসঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। যদিও ১৭ সেপ্টেম্বরের আগে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম।

ট্রাম্প এর আগে তিন দফায় সময়সীমা বাড়িয়েছেন—প্রথমে এপ্রিল, পরে মে থেকে জুন এবং সর্বশেষ সেপ্টেম্বরে। ফলে, এবারও নতুন সময় বাড়ানো হলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাপা অসন্তোষ দেখা দিতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments