Monday, October 6, 2025
spot_img
Homeঅন্যান্য২০২৫ এমিস: কখন, কোথায়, কিভাবে দেখবেন আর কারা থাকছেন মনোনয়নে?

২০২৫ এমিস: কখন, কোথায়, কিভাবে দেখবেন আর কারা থাকছেন মনোনয়নে?

টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান এমি অ্যাওয়ার্ডস ২০২৫ আয়োজন হতে যাচ্ছে আসছে রবিবার। বিশ্বের কোটি দর্শকের চোখ এখন এই আয়োজনের দিকে, যেখানে টেলিভিশন তারকারা জাঁকজমকভাবে মিলিত হবেন এক মঞ্চে।

প্রতিযোগিতায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে “সেভারেন্স”, যা ইতোমধ্যে ক্রিয়েটিভ আর্টস এমি থেকে ছয়টি পুরস্কার জিতে নিয়েছে। সমানভাবে নজর কাড়ছে কমেডি ধারার জনপ্রিয় শো “দ্য স্টুডিও”, যেটি আগেই সংগ্রহ করেছে নয়টি এমি পুরস্কার। তবে এবার চমকের সম্ভাবনাও কম নয়, কারণ এই আসরে প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া ৩৩ জন অভিনয়শিল্পী রয়েছেন।

কবে আয়োজন?
এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে রবিবার, লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের বিখ্যাত পিকক থিয়েটারে।

কোথায় দেখবেন?
পুরো অনুষ্ঠান সম্প্রচারিত হবে CBS চ্যানেলে। এছাড়া অনলাইনে সরাসরি দেখতে পারবেন Paramount+ সাবস্ক্রিপশনের মাধ্যমে।

রেড কার্পেট কবে শুরু হবে?
তারকাদের রেড কার্পেট আগমন শুরু হবে সন্ধ্যা ৬টা (ET)। আর হাইলাইটস দেখতে চাইলে CBS এ সন্ধ্যা ৭টা থেকে রেড কার্পেট প্রি-শো সম্প্রচার করা হবে।

উপস্থাপক কে?
এবারের এমির মঞ্চে উপস্থাপনা করবেন জনপ্রিয় কৌতুকশিল্পী বারগাতসে। গত বছর যেখানে ছিলেন বাবা-ছেলের জুটি, এবার সেখানে থাকছেন তিনি একাই।

মনোনয়ন কারা পেলেন?
সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে “সেভারেন্স”, মোট ২৭টি। এরপর রয়েছে “দ্য পেঙ্গুইন” (২৪টি মনোনয়ন) এবং “দ্য হোয়াইট লোটাস”“দ্য স্টুডিও” (প্রত্যেকে ২৩টি করে মনোনয়ন)।

কারা জিততে পারেন?
এবারের প্রতিযোগিতা বেশ জমজমাট। নতুন মনোনীত শো যেমন “দ্য পিট” এবং “দ্য স্টুডিও” নজর কাড়ছে, তেমনি পুরনো শক্ত প্রতিদ্বন্দ্বী “হ্যাকস” এবং “দ্য বেয়ার”-এর সামনে কঠিন চ্যালেঞ্জ। ফলে কারা জিতবে আর কারা হারবে, তা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments