Monday, October 6, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদশিবলী নোমানীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া

শিবলী নোমানীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া

কমিউনিটির পরিচিত মুখ, স্টার কাবাবের সাবেক স্বত্বাধিকারী ও ক্রীড়া সংগঠক শিবলী নোমানী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৩ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় তিনি নিউইয়র্কের কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর।

শিবলী নোমানী একসময় ঢাকা থিয়েটারের কর্মী ছিলেন এবং ৯০’র দশকে আবাহনী ক্রীড়াচক্রের ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন। এছাড়া শান্তিনগর ক্লাবের সংগঠক হিসেবেও তিনি সক্রিয় ছিলেন।

তাঁর জানাজা রবিবার, ১৪ সেপ্টেম্বর, মাগরিবের নামাজের পর জামাইকা মুসলিম সেন্টারে (85-37 JMC Way, Jamaica, NY 11432) অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশি প্রফেশনালস পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

এছাড়াও বাংলাদেশ সোসাইটি ও প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংগঠন শিবলী নোমানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments