Monday, October 6, 2025
spot_img
Homeবাংলাদেশসড়কে ডাকাতির প্রস্তুতি, ধাওয়া দিতেই পুলিশের ওপর গুলি

সড়কে ডাকাতির প্রস্তুতি, ধাওয়া দিতেই পুলিশের ওপর গুলি

গভীর রাতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একদল সশস্ত্র ব্যক্তি। তাঁদের আচরণে সন্দেহ হলে টহল পুলিশের সদস্যরা থামানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে গুলি ছুড়ে পালিয়ে যায় ওই দল। এতে গুলিবিদ্ধ হন তিন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মহেশখালীর কুহেলিয়া সেতুর পাশে কালারমারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজন হলেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই পুলিশ সদস্য। গুরুতর আহত এএসআই ও এক পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে সেদিন রাতে দুটি দল মাঠে নামে। একদল কালারমারছড়া এলাকায় ও অন্যদল হোয়ানক এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় কুহেলিয়া সেতুর কাছে অস্ত্রসহ একদল ডাকাত অবস্থান করছে—এমন খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। ধাওয়া দিতেই ডাকাত দলের সদস্যরা পাল্টা গুলি চালায়।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে এলাকায় অভিযান চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে দুজনের শরীরে সরাসরি গুলির চিহ্ন রয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁদের সুস্থ করে তুলতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments