প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে হুইলচেয়ারে ভর করেই তিনি উপস্থিত হন কেন্দ্রে। ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি জানান, যেভাবে বাবা হাত ধরে স্কুলে নিয়ে যেতেন, সেভাবেই এবার তাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন তার অভিভাবক।
ভোট প্রদান শেষে শিক্ষার্থী জানান, এটি তার জীবনের ভিন্নরকম এক অনুভূতি। কারণ এর আগে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাই ডাকসু নির্বাচন দিয়েই তার গণতান্ত্রিক অধিকার চর্চা শুরু হলো। তিনি আরও বলেন, এবার তিনি খুব শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছেন, যা তাকে আনন্দিত করেছে।
অন্যদিকে, শিক্ষার্থীর বাবা, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, সন্তানের আগ্রহ দেখে নিজেই তাকে কেন্দ্রে নিয়ে আসেন। তিনি জানান, চাকরির ফাঁকে সপ্তাহে একদিন সময় বের করে ছেলেকে পড়াশোনায় সহায়তা করেন। এমনকি পরীক্ষার সময় প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পান, ফলে পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।
এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট 28টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা 62। অন্যদিকে, 18টি হলে প্রতিটি হলে 13টি করে মোট 234টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1035 জন প্রার্থী। উল্লেখযোগ্য হলো, এবার ব্যালটের আকারও পূর্বের তুলনায় বড় হয়েছে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থী ও অভিভাবক উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।