চট্টগ্রামের সীতাকুণ্ডে একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ ও সরকারি কাজে বাধা দেওয়াসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়া থেকে শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। স্থানীয় সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিন বছর আগে একবার পুলিশের অভিযানে বাধা দিয়ে পালাতে সক্ষম হলেও এবার তাঁর চেষ্টা ব্যর্থ হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।