বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররা আগের দিন তুলনামূলকভাবে বিশ্রামে কাটিয়েছেন। আজ দুপুর তিনটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে হঠাৎ করে সৃষ্ট বিক্ষোভ ও উত্তেজনার কারণে খেলোয়াড়রা হোটেল থেকে বের হতে পারেননি। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজকের অনুশীলন স্থগিত ঘোষণা করেছে।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের সঙ্গে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে দলের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু স্থানীয় পরিস্থিতি অনিশ্চয়তার কারণে অনুশীলন সেশন সম্পন্ন করা সম্ভব হয়নি।
কাঠমান্ডুতে বিক্ষোভ-সহিংসতায় আজ নয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, জলকামান, রাবার বুলেট এবং ফাঁকা গুলি ব্যবহার করে।
জাতীয় দলের এক ডিফেন্ডার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “আজ আমাদের অনুশীলন বেলা তিনটায় হওয়ার কথা ছিল। কিন্তু হোটেলের লবিতে এসে জানতে পারি পরিস্থিতি নিরাপদ নয়। স্টেডিয়ামের আশেপাশে শিক্ষার্থীরা অবরোধ সৃষ্টি করেছে। তাই আমরা স্টেডিয়ামে যেতে পারিনি।”
উল্লেখ্য, আগামীকাল বিকেল পৌনে ছয়টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামার কথা বাংলাদেশের। তবে এই পরিস্থিতিতে ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দলের প্রথম ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।