Monday, October 6, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎএআই দিয়ে তৈরি ছবি চেনার সহজ উপায়

এআই দিয়ে তৈরি ছবি চেনার সহজ উপায়

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ছে। এর মাধ্যমে বাস্তবসম্মত ছবি তৈরি করা সম্ভব হলেও, অনেকেই ভুয়া ছবি বানিয়ে অনলাইনে প্রচার করছেন। এসব ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনাও ঘটছে। তাই নিরাপদ থাকতে কৃত্রিমভাবে তৈরি ছবি চেনার উপায় জানা জরুরি। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি বৈশিষ্ট্য খেয়াল করলে সহজেই বোঝা যায় ছবিটি আসল নাকি এআই দিয়ে বানানো।

প্রথমেই চোখে রাখতে হবে মানুষের হাত ও আঙুল। এআই দিয়ে তৈরি ছবিতে প্রায়ই আঙুলের সংখ্যা বা আকৃতি অস্বাভাবিক হয়। অনেক সময় ছয় আঙুল দেখা যায়, আবার আঙুল বিকৃত বা হাতের গঠন বেমানান হয়ে থাকে। এমন অস্বাভাবিকতা দেখা গেলে সেটি কৃত্রিমভাবে তৈরি ছবি হওয়ার সম্ভাবনা বেশি।

চোখও একটি বড় সূচক। অনেক সময় চোখের মণি বড় বা ছোট হয়ে যায়, দুই চোখের আকার ও রঙে অসামঞ্জস্য থাকে। চোখের পাতার ভাঁজ বা বলিরেখা স্বাভাবিক দেখায় না। আবার স্বাভাবিক প্রতিচ্ছবি চোখে প্রতিফলিত না হয়ে অদ্ভুত লাগে, যা এখনো এআই প্রযুক্তির জন্য নিখুঁতভাবে তৈরি করা কঠিন।

ছবির পটভূমিও অনেক ক্ষেত্রে অসঙ্গতি প্রকাশ করে। দেখা যায়, রাস্তা, গাছপালা, ল্যাম্পপোস্ট বা যানবাহন অদ্ভুতভাবে সাজানো বা পুনরাবৃত্তিমূলক হয়। এতে মনে হয়, ছবিটি যেন দুটি ভিন্ন দৃশ্য একত্র করে তৈরি করা হয়েছে।

অন্যদিকে ছোটখাটো উপকরণ যেমন চশমা, কানের দুল, ঘড়ি বা কাপড়ের নকশা অস্পষ্ট বা বিকৃত হয়ে যায়। অনেক সময় চুল, দাঁত কিংবা ত্বকের ক্ষুদ্র বিবরণ অস্বাভাবিকভাবে মসৃণ দেখায়। এমনকি ছবিতে থাকা লেখাগুলোও ঝাপসা বা ভিন্ন ভাষায় দেখা যেতে পারে।

সবচেয়ে বড় সমস্যা দেখা যায় আলোর উৎস ও ছায়ায়। এআই দ্বারা তৈরি ছবিতে একাধিক আলোর উৎস থাকে বা মূল বস্তুর সঙ্গে ছায়ার সামঞ্জস্য থাকে না। ছায়ার আকারও অনেক সময় অদ্ভুত হয়, যা বাস্তব জীবনের সঙ্গে মেলে না।

তবে শুধু খুঁটিনাটি লক্ষ করেই নয়, বিশেষ টুল ব্যবহার করেও এআই ছবি শনাক্ত করা সম্ভব। অনলাইনে কিছু ওয়েবসাইট আছে, যেখানে ছবি আপলোড করলে বোঝা যায় সেটি এআই-নির্ভর নাকি বাস্তব ক্যামেরায় ধারণকৃত।

এসব দিক খেয়াল করলে ভুয়া ছবি চিনে নেওয়া সহজ হয় এবং প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments