ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে অবশ্যই চুক্তি মেনে নিতে হবে।
প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ইতোমধ্যে তাঁর শর্ত মেনে নিয়েছে, এবার হামাসেরও তা মানা ছাড়া উপায় নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শর্ত অমান্য করলে এর পরিণতি ভোগ করতে হবে। এটাই তাঁর পক্ষ থেকে দেওয়া শেষ সতর্কবার্তা।
গত মার্চের শুরুতে হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্ত আটজন জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট। ওই সময়ও তিনি একই রকম বার্তা দেন। তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন, অবিলম্বে সব জিম্মিকে মুক্ত করতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে প্রবেশ করে ভয়াবহ হামলা চালায়। এ সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এখনও অন্তত ৪৭ জন জিম্মি সেখানে অবস্থান করছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং তাদের মরদেহ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে বলে জানান প্রেসিডেন্ট। তিনি ইঙ্গিত দেন, গাজায় আরও জিম্মির প্রাণহানি ঘটতে পারে। তাঁর ভাষ্য, “আমরা বলেছি, এখনই সবাইকে মুক্তি দাও, তাহলে পরিস্থিতি তোমাদের জন্য সহজ হবে। না হলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে উল্লেখ করেছে।