Monday, October 6, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎঅ্যান্ড্রয়েড স্মার্টফোনে এআই-চালিত রাইটিং টুলস যুক্ত করল গুগল

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এআই-চালিত রাইটিং টুলস যুক্ত করল গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত ও সঠিক বার্তা লেখার সুবিধা দিতে গুগল তাদের জনপ্রিয় কি-বোর্ড অ্যাপ জিবোর্ডে এআই-চালিত রাইটিং টুলস চালু করেছে। নতুন এই ফিচার কেবল দ্রুত টাইপ করার সুযোগই দেবে না, বরং বাক্যকে আরও পরিশীলিত ও ব্যাকরণগতভাবে সঠিকভাবে সাজাতে সহায়তা করবে।

গুগলের তথ্য অনুযায়ী, জিবোর্ডের রাইটিং টুলস বার্তাকে আনুষ্ঠানিক, সংক্ষিপ্ত কিংবা আরও অভিব্যক্তিপূর্ণ রূপে রূপান্তর করতে পারবে। এটি জেমিনি ন্যানো মডেল ব্যবহার করে বানান ও ব্যাকরণগত ভুল সংশোধন করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, সব প্রক্রিয়াই ফোনের ভেতরেই সম্পন্ন হয়, ফলে অনলাইনে তথ্য ফাঁসের ঝুঁকি থাকে না। এ কারণে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও ভালোভাবে সুরক্ষিত থাকবে, যা প্রচলিত ক্লাউডভিত্তিক গ্রামার চেকারের তুলনায় বেশি নিরাপদ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতোমধ্যে কিছু ব্যবহারকারী জিবোর্ডে নতুন রাইটিং টুলসের বাটন দেখতে পাচ্ছেন। বাটনে চাপ দিলে প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হয় এবং তারপর ফিচারটি সক্রিয় হয়। একবার চালু হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতোই ব্যবহার করা যাবে।

এই সুবিধা প্রথমে পিক্সেল ৯ এবং পরবর্তী মডেলগুলোতে চালু হচ্ছে। সেখানে ইংরেজি, চীনা, ফরাসি, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ফিচারটি ব্যবহার করা যাবে। তবে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার কতটি ভাষায় চালু হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments