শিল্পজাত রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র তার বাণিজ্যচুক্তিভুক্ত অংশীদার দেশগুলোর জন্য নতুন করে কিছু শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে নিকেল, সোনা, অন্যান্য ধাতু, ওষুধ তৈরির যৌগ ও বিভিন্ন রাসায়নিক আমদানিতে শুল্ক কমানো হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ৪৫টির বেশি পণ্যের শ্রেণিতে শূন্য আমদানি শুল্কের সুবিধা দেওয়া হবে। তবে এই সুবিধা শুধুমাত্র সেসব দেশকে দেওয়া হবে, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে বাণিজ্য সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চুক্তি রয়েছে।
আগামী সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই আদেশ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য অংশীদার দেশগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ ধরনের ছাড় দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাণিজ্য ব্যবস্থাকে পুনর্গঠন ও বাণিজ্যঘাটতি কমানোর কৌশলের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিভিন্ন পর্যায়ে শুল্ক বৃদ্ধি করে আলোচনায় সুবিধা আদায়ের চেষ্টা করেছে। এবার নতুন ছাড়কে সেই নীতিরই একটি ভিন্ন ধাপ হিসেবে দেখা হচ্ছে।