Monday, December 22, 2025
spot_img
Homeখেলার জগৎশীর্ষে স্পেন, স্থির বাংলাদেশ র‍্যাঙ্কিং

শীর্ষে স্পেন, স্থির বাংলাদেশ র‍্যাঙ্কিং

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেই বছর শেষ করছে স্পেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও আগের মতোই দ্বিতীয় স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের স্থান আগের মতোই ১৮০ নম্বরে রয়েছে।

ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের পয়েন্ট সামান্য কমেছে। আগের তুলনায় ০.০৯ পয়েন্ট কমলেও অবস্থান অপরিবর্তিত রয়েছে। আগামী ১৯ জানুয়ারি ফিফা র‍্যাঙ্কিং আবার হালনাগাদ হওয়ার কথা রয়েছে। তখন নতুন অবস্থান জানা যাবে।

গত ১৯ নভেম্বর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে আসে। সেই সময় জাতীয় দলে নতুন ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে। তবে সর্বশেষ তালিকায় আর এগোতে না পারলেও অবস্থান ধরে রাখতে পেরেছে দলটি।

২০২৫ সালের শুরুটা বাংলাদেশের জন্য তুলনামূলক ভালো ছিল। ২০২৪ সাল শেষ করেছিল ১৮৫তম অবস্থানে থেকে। এরপর চলতি বছরের এপ্রিলে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে আসে ১৮৩তম স্থানে। এর পর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তিনবার র‍্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। এই সময়ের মধ্যে দুইবার ১৮৪তম এবং একবার ১৮৩তম অবস্থানে ছিল বাংলাদেশ।

জাতীয় দলে নতুন ফুটবলারদের অন্তর্ভুক্তির পর দেশের ফুটবলে পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়ে র‍্যাঙ্কিংয়েও। গত অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই প্রতিযোগিতায় ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় পায় দলটি। এই জয়ই র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলে এবং বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে আসে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেও এবার কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে রয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। দুই নম্বরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তৃতীয় স্থানে আছে ফ্রান্স, চতুর্থ স্থানে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ স্থানে এক ধাপ এগিয়ে রয়েছে পর্তুগাল।

এবারের হালনাগাদে সবচেয়ে বেশি উন্নতি করেছে ভিয়েতনাম। তারা তিন ধাপ এগিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিপরীতে সবচেয়ে বেশি অবনমন হয়েছে মালয়েশিয়ার। পাঁচ ধাপ পিছিয়ে তারা নেমে গেছে ১২১তম স্থানে।

এক ধাপ এগোনো ফিলিস্তিনের পয়েন্ট বেড়েছে সবচেয়ে বেশি। সর্বশেষ হালনাগাদে তাদের পয়েন্টের সঙ্গে যোগ হয়েছে ১৪.১৮। সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচের ফলাফল এই উন্নতিতে ভূমিকা রেখেছে।

সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলে বড় দলগুলোর অবস্থান স্থির থাকলেও মাঝারি ও নিচের সারির দলগুলোর মধ্যে ওঠানামা অব্যাহত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রতিক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে উন্নতির ইঙ্গিত দিলেও নিয়মিত ভালো ফল ধরে রাখতে পারলেই ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments