অবৈধ অভিবাসনের সম্ভাব্য শাস্তির বিষয়ে সতর্ক করে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আটক, নির্বাসন এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাসহ বিভিন্ন কঠোর পরিণতি ভোগ করতে হতে পারে।
গত রোববার (১৭ আগস্ট) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে একটি সচেতনতামূলক পোস্টে এই বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, অবৈধ অভিবাসন একটি গুরুতর অপরাধ, যার ফলস্বরূপ একজন ব্যক্তি আটক হতে পারেন, দেশ থেকে বিতাড়িত হতে পারেন, এবং ভবিষ্যতে আর কোনো মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।
দূতাবাস আরও জানায়, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য করা এই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ ভ্রমণ একজন ব্যক্তিকে সরাসরি কারাগারে পাঠাতে পারে। অথবা, এর কারণে তার রেকর্ডে এমন একটি স্থায়ী দাগ লেগে যেতে পারে, যা তাকে শেষ পর্যন্ত যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানেই ফিরিয়ে দেবে। এই বার্তাটি অবৈধ অভিবাসনের গুরুতর ঝুঁকির ওপর জোর দিয়েছে এবং মানুষকে এ ধরনের পথ বেছে নেওয়ার আগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।