নেপাল, নিকারাগুয়া ও হন্ডুরাসের প্রায় ৬০ হাজার অভিবাসীর সুরক্ষা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির আপিল আদালতের রায়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়।
ট্রাম্পের নির্বাহী আদেশ
২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে ফের দায়িত্ব নেওয়ার পরই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশে স্বাক্ষর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান শুরু হয় এবং গত আট মাসে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
আদালতের রায়
অভিযানের বিরুদ্ধে নেপাল, নিকারাগুয়া ও হন্ডুরাসের ৬০ হাজারের বেশি অভিবাসী আদালতে মামলা করেছিলেন। তবে বুধবার তিন বিচারকের স্বাক্ষরিত রায়ে বলা হয়েছে, মার্কিন আইনে অস্থায়ী অভিবাসীদের জন্য থাকা অধিকার ও সুরক্ষা এই মামলার বাদিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তাৎক্ষণিক প্রভাব
রায়ের ফলে নেপালি অভিবাসীদের অনুমতি সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে। নিকারাগুয়া ও হন্ডুরাসের অভিবাসীদের সুরক্ষা ৮ সেপ্টেম্বর থেকে শেষ হবে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি)।
প্রতিক্রিয়া
হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলঘলিন এক বিবৃতিতে বলেন,
“এই সময়োপযোগী রায় যুক্তরাষ্ট্রকে অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা পুনরুদ্ধারে সহায়তা করবে। আমেরিকাকে আবার মহান করে তুলুন।”
অন্যদিকে মামলার বাদি পক্ষের পক্ষে থাকা ইউসিএলএ সেন্টার অব ইমিগ্রেশন অ্যান্ড ল’ পলিসি জানিয়েছে, আদালত সরকারকে তুষ্ট করার জন্যই এই রায় দিয়েছে।
সূত্র: রয়টার্স