দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্রণালীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।
সুনামি সতর্কতা নেই
প্রথমে চিলির উপকূলীয় এলাকায় সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। বর্তমানে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পে আর কোনো সুনামির আশঙ্কা নেই।
ভূমিকম্পের উৎসস্থল
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৮ ধরা হলেও পরে সংশোধন করে ৭.৫ করা হয়। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল আর্জেন্টিনার উশুয়া শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। শহরটিতে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস।
চিলির সতর্কতা
চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস এক বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের অ্যান্টার্কটিক অঞ্চল জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ওই অঞ্চলের ফ্রেই বেস থেকে প্রায় ২৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।