Sunday, December 28, 2025
spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্পের নীতিতে চাঙা জনসমর্থনের ঢেউ

ট্রাম্পের নীতিতে চাঙা জনসমর্থনের ঢেউ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি জনসমর্থন গত সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৪১ শতাংশে পৌঁছেছে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তাঁর সাম্প্রতিক উদ্যোগ রিপাবলিকান সমর্থকদের মধ্যে আস্থা বাড়িয়েছে। রয়টার্স ও ইপসোসের যৌথ সর্বশেষ জরিপে এই ধারার প্রতিফলন দেখা যায়।

ছয় দিন ধরে চলা এ জরিপ সম্পন্ন হয় গত সোমবার। এতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের প্রতি সমর্থনের হার গত মাসের শেষ দিকে ৩৮ শতাংশে নেমে গিয়েছিল যা ছিল তাঁর দ্বিতীয় মেয়াদের শুরু থেকে সর্বনিম্ন। দায়িত্ব গ্রহণের সময় এই হার ছিল ৪৭ শতাংশ।

নভেম্বরে অনুষ্ঠিত কয়েকটি অঙ্গরাজ্যের নির্বাচনে রিপাবলিকানদের দুর্বল ফলাফলের পর রাজনৈতিক পরিস্থিতি চাপের মুখে পড়ে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ে ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনায় প্রশাসন বেশ চাপে ছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে কিছু শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছেন এবং খাদ্যপণ্যের উচ্চমূল্য রোধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

জরিপের বিশ্লেষণে দেখা যায়, সাশ্রয়ী জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে নীতিনির্ধারণে প্রশাসনের সক্রিয় ভূমিকা তাঁকে কিছুটা নতুন করে জনপ্রিয়তা এনে দিয়েছে। যদিও পূর্বে ডেমোক্র্যাটদের মূল্যস্ফীতি নিয়ে জোরালো প্রচারণাকে প্রেসিডেন্ট প্রতারণামূলক বলে আখ্যা দিয়েছিলেন, বর্তমান প্রেক্ষাপটে তিনি বিষয়টিতে আরো মনোযোগী হয়েছেন।

জরিপে দেখা যায়, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় প্রেসিডেন্টের কার্যক্রমকে ৩১ শতাংশ অংশগ্রহণকারী সমর্থন করেছেন যা তাঁর দুর্বল দিকগুলোর একটি হলেও নভেম্বরের শেষ দিকে পাওয়া ২৬ শতাংশ থেকে তা বেড়েছে। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে সমর্থনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ গোষ্ঠীর ৬৯ শতাংশ তাঁর ব্যয় নিয়ন্ত্রণমুখী পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখেছেন। সামগ্রিকভাবে রিপাবলিকান সমর্থনে প্রেসিডেন্টের কার্যক্রমের অনুমোদন হার পৌঁছেছে ৮৫ শতাংশে যা গত মাসের তুলনায় ৩ শতাংশ পয়েন্টের উন্নতি।

যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি শুরু হয় পূর্ববর্তী প্রশাসনের আমলেই এবং অর্থনীতির এই অবস্থা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে তৎকালীন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে সহায়তা করে। যদিও বর্তমান প্রশাসনের সময়ও দামবৃদ্ধির চাপ অব্যাহত রয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে মূল্যস্ফীতির হার ছিল ৩ শতাংশ যেখানে দীর্ঘমেয়াদি গড় সাধারণত ২ শতাংশের আশপাশে থাকে।

ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধিতে হিস্পানিক সম্প্রদায়ের সমর্থন বেড়ে যাওয়াও ভূমিকা রাখছে। গত নির্বাচনে এ গোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ তাঁর প্রতি ঝুঁকে পড়েছিল এবং সর্বশেষ জরিপেও এই প্রবণতা অব্যাহত দেখা গেছে। জরিপে অংশ নেওয়া হিস্পানিকদের মধ্যে ৩৪ শতাংশ প্রেসিডেন্টের কার্যক্রম সমর্থন করেছেন যা নভেম্বরের শেষ দিকের ৩২ শতাংশের তুলনায় বেশি।

সারা যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত এই অনলাইন জরিপে অংশ নিয়েছেন ৪ হাজার ৪৩৪ জন প্রাপ্তবয়স্ক। জরিপের ত্রুটিবিচ্যুতি সীমা ছিল ২ শতাংশ পয়েন্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments