Thursday, November 20, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদজ্যামাইকায় খুলল আধুনিক ফ্যাশন ও সৌন্দর্যসেবার নতুন ঠিকানা

জ্যামাইকায় খুলল আধুনিক ফ্যাশন ও সৌন্দর্যসেবার নতুন ঠিকানা

নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আধুনিক ফ্যাশন ও সৌন্দর্যসেবার নতুন প্রতিষ্ঠান ‘প্রেম’স কালেকশনস’। রঙিন আয়োজনের মধ্য দিয়ে হিলসাইড এভিনিউয়ে অবস্থিত এই স্টোর ও বিউটি সেলুনের যাত্রা শুরু হয়। একই ছাদের নিচে ফ্যাশন সংগ্রহশালা ও সৌন্দর্যসেবা—দুটি ক্ষেত্রেই মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা, ফ্যাশন উদ্যোক্তারা, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। অতিথিরা উদ্বোধন শেষে পুরো স্টোর ও সেলুন ঘুরে দেখেন এবং নবযাত্রার এই উদ্যোগের প্রশংসা করেন।

উদ্যোক্তা পক্ষের প্রতিনিধিরা জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর আধুনিক ফ্যাশন রুচি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমসাময়িক পোশাকের চাহিদাকে একত্রিত করে একটি সমন্বিত ফ্যাশন হাব তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ‘প্রেম’স কালেকশনস’-এ নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকবে বিভিন্ন স্টাইলের পোশাক—যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ডিজাইন থেকে শুরু করে আধুনিক ফিউশন পোশাক পর্যন্ত। পাশাপাশি জুয়েলারি, ব্যাগ, স্কার্ফ, অ্যাক্সেসরিজ এবং গিফট আইটেমের সমৃদ্ধ সংগ্রহও যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, একই স্থানে চালু হওয়া বিউটি সেলুনটিও গ্রাহকদের জন্য বিস্তৃত সৌন্দর্যসেবা প্রদান করবে। সেলুন কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে চুলের যত্ন, ত্বক পরিচর্যা, নখের ডিজাইনসহ বিভিন্ন ধরনের সেবা মানসম্মত উপকরণ দিয়ে অভিজ্ঞ স্টাইলিস্টদের মাধ্যমে প্রদান করা হবে। একই স্থানে ফ্যাশন সংগ্রহ ও সৌন্দর্যসেবার সুবিধা থাকায় গ্রাহকরা এক জায়গায় সম্পূর্ণ প্রস্তুতির অভিজ্ঞতা পাবেন বলে উদ্যোক্তা প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।

উদ্যোক্তাদের মতে, মান ও নান্দনিকতার সমন্বয়ে দোকানটি সাজানো হয়েছে যেন সব বয়সী গ্রাহকই তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা পেতে পারেন। তারা আরও জানান, গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বন্ধুসুলভ সেবা নিশ্চিত করতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা জানান, প্রবাসীদের মাঝে দক্ষিণ এশীয় ফ্যাশনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবযাত্রার জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বর্ণিল আয়োজন, সমৃদ্ধ সংগ্রহ এবং আধুনিক সেলুন সেবার সমন্বয়ে ‘প্রেম’স কালেকশনস’ নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় ফ্যাশন সচেতন গ্রাহকদের জন্য একটি নতুন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। উদ্যোক্তা প্রতিনিধিদের মতে, সঠিক পরিকল্পনা, মানসম্মত পণ্য এবং গ্রাহকের আস্থা—এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়েই তারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এগিয়ে নিতে চান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments