Thursday, November 20, 2025
spot_img
Homeবিশেষ প্রতিবেদনমার্কিন ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার অবসান, সরকার পুনরায় চালু

মার্কিন ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার অবসান, সরকার পুনরায় চালু

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকার অচলাবস্থার (shutdown) অবসান ঘটেছে। বুধবার রাতে প্রেসিডেন্ট সরকার পুনরায় চালুর বিল অনুমোদন করেন, যা কার্যত ৪৩ দিনব্যাপী অচলাবস্থার সমাপ্তি টানে।

এই অনুমোদনের আগে প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে বিলটি পাস হয়। রিপাবলিকান ও মধ্যপন্থী সিনেট ডেমোক্র্যাটদের সমঝোতায় গঠিত এই চুক্তি সরকারকে জানুয়ারি পর্যন্ত চালু রাখবে এবং অর্থবছর ২০২৬ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে অর্থায়ন নিশ্চিত করবে।

এই চুক্তির ফলে বন্ধ হয়ে যাওয়া সরকারি কার্যক্রম পুনরায় শুরু হবে এবং সরকারি কর্মচারীরা তাদের বেতন পাবেন। এছাড়া খাদ্য ও পুষ্টি সহায়তা কর্মসূচিগুলোও পুনরায় সচল হবে, যা কোটি কোটি মার্কিন নাগরিকের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত।

প্রেসিডেন্ট এই চুক্তিকে নিজের রাজনৈতিক জয় হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “আমরা কখনও চাপের কাছে নতি স্বীকার করিনি। বিরোধীরা আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জিতেছি।”

হোয়াইট হাউসে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন রিপাবলিকান নেতা। চার দিনের মধ্যে দ্রুত এই বিল পাস করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, কারণ দীর্ঘ অচলাবস্থায় অর্থনীতিতে বড় প্রভাব পড়ছিল এবং উদ্বেগ বাড়ছিল।

চুক্তির অংশ হিসেবে ডিসেম্বরের শুরুর দিকে সিনেটে “ওবামাকেয়ার” সাবসিডি বিষয়ক একটি ভোট অনুষ্ঠিত হবে। ডেমোক্র্যাটরা এই সাবসিডি বহাল রাখার দাবি জানালেও তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম। এর ফলে দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ডেমোক্র্যাটদের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, “এই লড়াই এখানেই শেষ নয়। লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা ব্যয় বহন করতে না পারার ঝুঁকিতে আছেন।” প্রতিনিধি পরিষদের মাত্র ছয়জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে ভোট দেন।

অন্যদিকে স্পিকার প্রতিনিধি পরিষদে ফিরে আসেন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে স্থগিত থাকা কার্যক্রম পুনরায় চালু করতে। যদিও কিছু রিপাবলিকান সদস্য একটি বিতর্কিত ধারা নিয়ে আপত্তি জানান, যা সেনেট রিপাবলিকানদের যুক্ত করা এক বিশেষ বিধান—এই বিধান অনুযায়ী, পূর্ববর্তী প্রশাসনের তদন্তে ফোন রেকর্ড সংগ্রহের ঘটনায় সেনেট সদস্যরা ন্যায়বিচার বিভাগকে মামলা করতে পারবেন, যা সফল হলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন।

স্পিকার জানান, তিনি এই ধারা সম্পর্কে আগে অবগত ছিলেন না এবং এটিকে “খারাপ দৃষ্টান্ত” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, প্রতিনিধি পরিষদে পরবর্তী সময়ে এই ভাষা বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তবে কনজারভেটিভ সদস্যরা এই ধারাকে “স্বার্থসংশ্লিষ্ট” বলে সমালোচনা করেছেন। কারণ, এতে প্রতিটি অভিযোগে ৫ লক্ষ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া সম্ভব, যা মূলত আটজন সিনেট সদস্যের জন্য লাভজনক হতে পারে, যারা আগের প্রশাসনের তদন্তে সাবপোনা পেয়েছিলেন।

অচলাবস্থা শেষ হওয়ায় প্রতিনিধি পরিষদে নতুন করে কর্মতৎপরতা শুরু হবে। আগামী চার সপ্তাহের মধ্যেই স্বাস্থ্যবিমা ও কর-সুবিধা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি বর্তমান স্বাস্থ্যনীতি সংস্কার করতে চান এবং “আরও কার্যকর বিকল্প” আনবেন।

এছাড়া কংগ্রেসের সামনে আরও গুরুত্বপূর্ণ সময়সীমা রয়েছে—এর মধ্যে রয়েছে কৃষি বিল এবং জ্বালানি খাতের কর ছাড়ের মেয়াদ শেষ হওয়া।

এদিকে, প্রতিনিধি পরিষদে সম্প্রতি নতুনভাবে গৃহীত একটি প্রস্তাবও আলোচনায় এসেছে। এতে বলা হয়েছে, জেফ্রি এপস্টিন সম্পর্কিত সব নথি প্রকাশের বিষয়ে বিচার বিভাগকে বাধ্য করা হবে। স্পিকার নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে এই বিষয়ে ভোট নেওয়া হবে।

এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের তীব্র চাপের মধ্যেও গৃহীত হয়েছে। দিনশেষে, অচলাবস্থা সমাপ্তির পাশাপাশি কংগ্রেসের সামনে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ উন্মোচিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments