Thursday, November 20, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎঅনিরাপদ সাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোমের নতুন সংস্করণ

অনিরাপদ সাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোমের নতুন সংস্করণ

ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিতব্য ক্রোম ব্রাউজারের ১৫৪তম সংস্করণে যুক্ত হবে এমন এক নতুন ফিচার, যা ডিফল্টভাবে সব ওয়েবসাইটকে নিরাপদ সংযোগ—এইচটিটিপিএস (Hypertext Transfer Protocol Secure)—এর মাধ্যমে লোড করবে।

অন্যদিকে, যেসব ওয়েবসাইট এখনো অনিরাপদ এইচটিটিপি (Hypertext Transfer Protocol) প্রোটোকলে চলে, সেখানে প্রবেশের আগে ব্যবহারকারীর অনুমতি চাইবে ক্রোম। অর্থাৎ, ব্যবহারকারী অনিরাপদ কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে ব্রাউজার আগে সতর্ক করবে।

গুগল আসলে ২০২১ সালেই ‘HTTPS First Mode’ চালু করেছিল। তখন ব্যবহারকারীরা চাইলে সেটিংসে গিয়ে ‘Always Use Secure Connections’ অপশনটি চালু করতে পারতেন। এতে ব্রাউজার প্রথমে নিরাপদ সংযোগের চেষ্টা করত, ব্যর্থ হলে সতর্কবার্তা দেখাত। এখন গুগল সেই নিরাপত্তা ব্যবস্থা ডিফল্টভাবে সক্রিয় করতে যাচ্ছে, যাতে কেউ অনিরাপদ সংযোগে প্রবেশ না করেন এবং মাঝপথে ডেটা চুরি বা বিকৃত হওয়ার ঝুঁকি না থাকে।

গুগলের ক্রোম নিরাপত্তা দল জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে প্রকাশিত ক্রোম ১৫৪ সংস্করণে ডিফল্টভাবে “Always Use Secure Connections” চালু থাকবে। ফলে কোনো সাইট নিরাপদ সংযোগে না চললে প্রথমবার প্রবেশের আগে ব্যবহারকারীর অনুমতি লাগবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, অনিরাপদ সংযোগ ব্যবহার করে আক্রমণকারীরা ব্যবহারকারীর ডেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি ক্ষতিকর কনটেন্ট, ম্যালওয়্যার বা বিভ্রান্তিকর তথ্য পাঠাতে পারে। এতে তথ্য চুরি বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়।

তবে একই ওয়েবসাইটে বারবার সতর্কবার্তা দেখানো হবে না। কোনো সাইট নিয়মিত ব্যবহার করলে ক্রোম পরবর্তী সময়ে আর সেই সতর্কতা দেখাবে না। কেবল নতুন বা খুব কম দেখা ওয়েবসাইটে ঢোকার সময়ই সতর্কবার্তা আসবে। ব্যবহারকারীরা চাইলে শুধু পাবলিক সাইটের জন্য বা পাবলিক ও ব্যক্তিগত উভয় ধরনের ওয়েবসাইটের জন্য এই ফিচার চালু রাখতে পারবেন।

যদিও ব্যক্তিগত বা অভ্যন্তরীণ নেটওয়ার্কে ব্যবহৃত ওয়েবসাইটগুলিতেও কিছুটা ঝুঁকি থাকে, সেগুলো সাধারণত কম বিপজ্জনক। কারণ, এসব ওয়েবসাইট সাধারণত গৃহস্থালি ওয়াই–ফাই বা অফিসের অভ্যন্তরীণ নেটওয়ার্কে সীমাবদ্ধ থাকে, যেখানে বাইরের হ্যাকিংয়ের আশঙ্কা তুলনামূলকভাবে কম।

গুগলের দাবি, এই পরিবর্তনের ফলে ঘন ঘন সতর্কবার্তা দেখা যাবে না। বর্তমানে ইন্টারনেটে প্রায় ৯৫ থেকে ৯৯ শতাংশ ওয়েবসাইট ইতিমধ্যেই নিরাপদ এইচটিটিপিএস প্রোটোকলে চলছে। অথচ ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০ থেকে ৪৫ শতাংশের মধ্যে।

সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালুর আগে, ২০২৬ সালের এপ্রিল মাসে ক্রোমের ১৪৭তম সংস্করণে ‘Enhanced Safe Browsing’ ব্যবহাকারী প্রায় একশ কোটি মানুষের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে “Always Use Secure Connections” চালু থাকবে।

গুগলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “আমরা আশা করছি এই পরিবর্তন ব্যবহারকারীদের জন্য প্রায় নির্বিঘ্ন হবে। তবে কেউ চাইলে সেটিংস থেকে ‘Always Use Secure Connections’ বন্ধ করতে পারবেন।” প্রতিষ্ঠানটি ওয়েব ডেভেলপার ও আইটি পেশাজীবীদের পরামর্শ দিয়েছে, আগেভাগেই ফিচারটি সক্রিয় করে অনিরাপদ ওয়েবসাইট শনাক্ত করার অভ্যাস গড়ে তুলতে।

উল্লেখ্য, গুগল এর আগেও ইন্টারনেট নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ক্রোমে যুক্ত হয় ‘HTTPS Upgrade’ নামের একটি ফিচার, যা ওয়েবপেজের অভ্যন্তরীণ অনিরাপদ লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ সংযোগে রূপান্তর করে।

এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে গুগল আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়, যাতে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments