যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রভাবশালী সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক. আয়োজিত তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর, রবিবার, নিউইয়র্কের ব্রুকলিনের পিএস ১৭৯ কেনসিংটনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী নোয়াখালীবাসী অংশ নেন।
অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা ও অসুস্থ সদস্যদের দ্রুত আরোগ্য প্রার্থনা। আয়োজনে ছিল ক্বিরাত, নাশিদ এবং কুইজ প্রতিযোগিতা, যা শিশু-কিশোরদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৬০ জন শিক্ষার্থী। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন দুজন শিক্ষক ও ধর্মীয় আলেম। তিনটি বিষয়ে দুই বিভাগে মোট ১৮ জন শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের হাতে স্মারক সনদপত্র তুলে দেওয়া হয়।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি, বর্তমান ও নবনির্বাচিত সেক্রেটারির সমন্বয়ে মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন ইমাম ও খতিব, যিনি তাফসিরুল কুরআন পেশ করেন। এছাড়া আরও বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামিক বক্তা কুরআনের তাফসির ও ব্যাখ্যা উপস্থাপন করেন।
ইমাম তাঁর তাফসিরে বলেন, “মানুষের জীবনে কখনো নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা নিরাশ হয়ো না, কারণ ভবিষ্যৎ তোমাদের জন্য আরও উজ্জ্বল হতে পারে যদি তোমরা নেক আমল রেখে যাও।” তিনি আরও বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইসলামী মূল্যবোধ ও সমাজসেবার মাধ্যমে প্রবাসী মুসলমানদের ঐক্যবদ্ধ করছে। সংগঠনের কবরস্থান প্রকল্প এর একটি দৃষ্টান্তমূলক উদাহরণ, যা সমাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
তাফসির শেষে তিনি দোয়া পরিচালনা করেন, যেখানে প্রয়াত সাবেক সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি, অসুস্থ সদস্যদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে বর্তমান সেক্রেটারি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৯) পরিচয় করিয়ে দেন। এতে নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সহ-সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বড় পর্দায় প্রদর্শিত হয় বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রতিষ্ঠার ইতিহাস, স্থাবর সম্পত্তির বিবরণ, পূর্ববর্তী কমিটিগুলোর কার্যক্রম, বর্তমান উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড, নবনির্বাচিত কমিটি এবং বাংলাদেশে ১ লাখ কবর ধারণক্ষম সেমিট্রির অগ্রগতি চিত্র।
মাহফিলের শেষ পর্যায়ে উপস্থিত মুসল্লিদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। এছাড়াও প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে সদস্যভুক্তির আবেদন ফর্ম সরবরাহ করা হয়, যাতে আরও অনেকে সমাজসেবামূলক এই কার্যক্রমে যুক্ত হতে পারেন।
আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় ও সামাজিক একতা যেমন দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য প্রেরণাও তৈরি করেছে। এমন আয়োজন প্রবাসে থেকেও বাঙালির ঐতিহ্য, ধর্ম ও সমাজচেতনার প্রতিচ্ছবি তুলে ধরে।



