Thursday, November 20, 2025
spot_img
Homeখেলার জগৎ৭ মাসের গর্ভধারিণী অ্যাথলেটের ১০ কিমি দৌড়: সাহস ও অনুপ্রেরণার উদাহরণ

৭ মাসের গর্ভধারিণী অ্যাথলেটের ১০ কিমি দৌড়: সাহস ও অনুপ্রেরণার উদাহরণ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় এক অনন্য দৃশ্য দেখা গেছে। সাত মাসের অন্তঃসত্ত্বা একটি নারী অ্যাথলেট সাহসীভাবে দৌড়ছেন, আর দুই পাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা করতালি দিয়ে তাঁকে উৎসাহিত করছেন। হাসিমুখে দৌড় শেষ করার পর সহ–অ্যাথলেটরাও তাঁকে সাধুবাদ জানিয়েছেন এবং তাঁর অসাধারণ সাহসিকতাকে প্রশংসা করেছেন।

তিনি স্পষ্ট করেছেন, খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসা শুধুমাত্র পদক জেতার জন্য নয়; বরং তা একটি গভীর অনুপ্রেরণার উৎস। গর্ভে সাত মাসের সন্তান নিয়ে ১০ কিলোমিটার দৌড় সম্পন্ন করা যে কোনো সাধারণ কাজ নয়, এবং এই অসাধারণ কাজটি তিনি হাসিমুখে সম্পন্ন করেছেন।

৩১ বছর বয়সী এই নারী সম্প্রতি কারাকাস রক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাত্র ৪০ মিনিট ৩১ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড় শেষ করে তিনি সকলের মন জয় করেছেন। প্রতিযোগিতার নারী বিভাগে তিনি ১২তম স্থান অর্জন করেছেন, তবুও তাঁর পরিবারের আনন্দ সীমাহীন। বিশেষ করে তাঁর ছোট বোন এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন, যিনি ফিনিশ লাইন স্পর্শ করতে মাত্র ৩৪ মিনিট ৩ সেকেন্ড সময় নিয়েছেন।

দৌড় শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “মূলত মজা করার জন্যই দৌড়েছিলাম। কারাকাস রক আমার প্রিয় প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি। আমার বোনও এখানে অংশগ্রহণ করেছিলেন। তাই আমি ধীরে ও সচেতনভাবে দৌড়াতে চেয়েছিলাম। তবে এত মানুষের ভালোবাসা ও উৎসাহ পাব, সেটা ভাবতেও পারিনি। নারী, পুরুষ, এমনকি শিশুরাও বার্তা পাঠিয়েছে। এটা সত্যিই দারুণ এক অনুভূতি।”

জন্ম হলেও স্পেনের ভ্যালেন্সিয়ায়, তাঁর বাবা-মায়ের সূত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভেনেজুয়েলাকে প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর কাছে দ্বৈত নাগরিকত্ব আছে। ২০২৩ সালে স্প্যানিশ ক্রস–কান্ট্রি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে আলকোবেন্দাস এবং সান মার্তিনো দে অরেনসে প্রতিযোগিতাতেও তিনি সোনার পদক জিতেছেন।

১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় তাঁর সেরা সময় ৩২ মিনিট ৫ সেকেন্ড। ২০২৩ সালে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে তিনি সময় নিয়েছিলেন ১৪ মিনিট ৩৬.৫৯ সেকেন্ড, যা স্পেনের জাতীয় রেকর্ড ভেঙেছে, যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

কারাকাসে অনুষ্ঠিত প্রতিযোগিতাতেও তিনি প্রতি কিলোমিটারে গড়ে ৪ মিনিট ৩ সেকেন্ডের গতি ধরে রেখেছিলেন। দৌড়টি শুরু হয় প্রাদোস দেল এস্তে মহাসড়ক থেকে এবং শেষ হয় আভেনিদা লাস মার্সিডিজ এলাকায়। এই সাহসী দৌড় শুধু শারীরিক সক্ষমতার পরিচায়ক নয়, বরং নারী অ্যাথলেটদের অনুপ্রেরণার এক অসাধারণ উদাহরণ হিসেবে ফুটে উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments