Thursday, November 20, 2025
spot_img
Homeইমিগ্রেশন তথ্যযুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতি: এখন প্রয়োজন এ-লেভেল ইংরেজি দক্ষতা

যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতি: এখন প্রয়োজন এ-লেভেল ইংরেজি দক্ষতা

যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে, যেখানে উচ্চমানের ইংরেজি ভাষা দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিছু নির্দিষ্ট অভিবাসীদের এখন ‘এ-লেভেল’ মানের ইংরেজি জ্ঞান থাকতে হবে, যা আগে প্রযোজ্য জিসিএসই মানের চেয়ে এক ধাপ উন্নত। এই বিধান আগামী ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন নিয়মের মূল লক্ষ্য হলো স্নাতক ডিগ্রিধারী, দক্ষ কর্মী ও ‘স্কেল-আপ’ ভিসার আবেদনকারীদের উপর প্রযোজ্য করা। স্কেল-আপ ভিসা সাধারণত দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য দেওয়া হয়। অন্যদিকে, ‘হাই পটেনশিয়াল ইনডিভিজ্যুয়াল’ (এইচপিআই) ভিসা বিশ্বস্ত বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক সময়ে ডিগ্রি অর্জনকারীদের জন্য।

নতুন ভাষা নীতি:
নতুন নিয়মে আবেদনকারীদের সরকারি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে সরাসরি ইংরেজি পরীক্ষা দিতে হবে। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষার ফলাফল যাচাই করা হবে। দক্ষ কর্মী, স্কেল-আপ এবং এইচপিআই ভিসার জন্য আবেদনকারীদের এখন থেকে B2 লেভেলের ইংরেজি দক্ষতা অর্জন করা আবশ্যক। এটি পূর্বের B1 মানের তুলনায় উচ্চতর। ব্রিটিশ কাউন্সিল জানাচ্ছে, B2 স্তরের শিক্ষার্থীরা জটিল বিষয়গুলোর মূল ধারণা বুঝতে, সাবলীলভাবে মতামত প্রকাশ করতে এবং বিস্তারিত লিখিত কাজ সম্পন্ন করতে সক্ষম।

অর্থনৈতিক শর্ত:
দক্ষ কর্মী ভিসার জন্য আবেদনকারীদের সরকার অনুমোদিত কোনো নিয়োগকর্তার অধীনে বছরে ন্যূনতম ৪১,৭০০ পাউন্ড বেতন বা নির্ধারিত পেশার ‘গোয়িং রেট’ অনুযায়ী বেতন পাওয়া বাধ্যতামূলক। স্কেল-আপ ভিসা প্রার্থীদের যুক্তরাজ্যের দ্রুত বর্ধনশীল কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকতে হবে। এছাড়া, এইচপিআই ভিসার আবেদনকারীদের জন্য পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন অপরিহার্য।

সরকারের বক্তব্য:
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা যুক্তরাজ্যে আসবেন, তাদের দেশীয় ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে। তিনি আরও যোগ করেছেন, “ভাষা না শিখে কেউ সমাজে অবদান রাখতে পারবে না—এটি মেনে নেওয়া হবে না।” নতুন নিয়মটি গত মে মাসে প্রকাশিত হোয়াইট পেপারের অংশ, যা যুক্তরাজ্যে অভিবাসনের নিয়ন্ত্রণের লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের হিসাব অনুযায়ী, এই পদক্ষেপের ফলে প্রতিবছর অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ কমে আসতে পারে।

২০২৩ সালে যুক্তরাজ্যে নিট অভিবাসনের সংখ্যা ছিল ৯ লাখ ৬ হাজার, যা ২০২৪ সালে কমে দাঁড়ায় ৪ লাখ ৩১ হাজারে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ইংরেজি দক্ষতা মানদণ্ড দক্ষ কর্মী প্রজেক্টকে প্রভাবিত করতে পারে। অভিবাসন আইনজীবী মন্তব্য করেছেন, এই নিয়ম ‘অনায্য’ এবং অনেক সক্ষম কর্মী ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখতে পারলেও নতুন বিধান তাদের সুযোগ সীমিত করতে পারে।

ভিসা কোটার পরিবর্তন:
‘হাই পটেনশিয়াল ইনডিভিজ্যুয়াল’ ভিসার সংখ্যা ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে, তবে সর্বোচ্চ ৮ হাজার আবেদন প্রতি বছরে গ্রহণ করা হবে।

নতুন এই নীতির মাধ্যমে যুক্তরাজ্য নিশ্চিত করতে চায় যে, অভিবাসীরা শুধুমাত্র দেশের শ্রমবাজারে অবদান রাখবে না, একই সঙ্গে সমাজে সাবলীলভাবে সম্পৃক্ত হতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments