নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় অবস্থিত পাবলিক স্কুল–১৭৯-এর মিলনায়তনে অনুষ্ঠিত হলো চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও ঐতিহ্যবাহী চট্টগ্রামের ‘মেজবান’। প্রবাসে থেকেও চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে ধরে রাখার উদ্দেশ্যে ১২ অক্টোবর রোববার আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
এই মাহফিল ও মেজবানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর চট্টলার প্রবাসীসহ বিভিন্ন পেশার বাংলাদেশিরা সপরিবারে উপস্থিত ছিলেন। ধর্মীয় ও সাংস্কৃতিক এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ইসলামিক চিন্তাবিদ, যিনি তাঁর বক্তৃতায় নবী করিম (সা.)–এর জীবনের আলোকে মানবতার বার্তা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের, আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও এমন উদ্যোগ চট্টগ্রামের মানুষদের ঐক্য ও সংস্কৃতিকে নতুন মাত্রায় পৌঁছে দিচ্ছে। তারা আরও উল্লেখ করেন, এই ধরনের মাহফিল প্রজন্মের পর প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক ভালোবাসা ছড়িয়ে দিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, যারা চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, বীর চট্টলার মানুষ সর্বদাই ঐক্যবদ্ধ, আর এই মাহফিল সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে।
মাহফিল ও মেজবানের সফল আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন সাব-কমিটির আহ্বায়ক মো. টি আলম, যুগ্ম আহ্বায়ক মো. কলিমউল্লাহ, সদস্য সচিব শফিকুল আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ঈশা, প্রধান সমন্বয়কারী আরিফ চৌধুরী এবং সমন্বয়কারী তানিম মহসিন। অতিথিদের আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় তাঁদের নিবেদিত অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও স্কুলের মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। শত শত প্রবাসী পরিবার অংশ নেন এই মাহফিল ও মেজবানে, যা প্রমাণ করে প্রবাসে থেকেও চট্টগ্রামের মানুষ এখনো নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এই ঐতিহ্যবাহী আয়োজনকে সফল করে তোলার জন্য। তাঁদের মতে, প্রবাসে বসেও একে অপরের পাশে থাকা, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা—এই চেতনা প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রথমবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেই যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই প্রতি বছর প্রবাসে এই মাহফিল ও মেজবান আয়োজন করা হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একতা, ভালোবাসা এবং চট্টগ্রামের ঐতিহ্যকে জীবিত রাখছে।
প্রবাস জীবনের ব্যস্ততা ও দূরত্ব ভুলিয়ে দেয় এই মাহফিল, যেখানে ধর্মীয় আচার, আধ্যাত্মিক আলোচনা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের সুবাস একসাথে মিলেমিশে যায়—গড়ে তোলে এক অনন্য বন্ধনের পরিবেশ।



