Thursday, November 20, 2025
spot_img
Homeবিশেষ প্রতিবেদনগাজা নিয়ে নতুন আশাবাদ, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনায় গতি

গাজা নিয়ে নতুন আশাবাদ, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনায় গতি

গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় নতুন আশার সঞ্চার হয়েছে। বুধবার কূটনৈতিক অঙ্গনে এক নতুন গতি দেখা যায়, যখন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা, মধ্যস্থতাকারী কাতার ও আয়োজক মিশরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যোগ দেন।

হামাস ও মিশর উভয়ই আলোচনার অগ্রগতিতে আশাবাদ ব্যক্ত করেছে। এক বিবৃতিতে হামাস জানায়, “সবার মধ্যে এখন আশাবাদের একটি পরিবেশ বিরাজ করছে।” যুক্তরাষ্ট্র প্রণীত পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের তালিকা ইতিমধ্যে হস্তান্তর করেছে সংগঠনটি।

এই পরিকল্পনার মূল অংশে রয়েছে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তি এবং প্রায় ১,৯৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া। যদিও ইসরায়েল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মিশরের প্রেসিডেন্ট, যিনি শারম আল-শেখে আলোচনার আয়োজন করেছেন, জানান, আলোচনার বার্তাগুলো “খুবই ইতিবাচক”। বুধবার আলোচনায় যুক্ত হন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টারা। তাঁদের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন অক্টোবর ৭-এর হামলা এবং পরবর্তী সংঘাতের দুই বছর পূর্তি উপলক্ষে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় জায়গাতেই স্মরণানুষ্ঠান চলছে।

হামাসের রাজনৈতিক শাখার এক উচ্চপদস্থ সদস্য জানিয়েছেন, বুধবার থেকে আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বক্তৃতায় বলেন, “আমরা এখন এক ভাগ্যনির্ধারক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।”

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জানান, “মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা এখন আগের চেয়ে বেশি।”

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দোহা চায় আন্তর্জাতিক নিশ্চয়তা—যাতে এই আলোচনার ফলাফল গাজার ওপর থেকে ইসরায়েলের প্রত্যাহার, অধিক মানবিক সহায়তা প্রবেশ, এবং যুদ্ধের স্থায়ী অবসানে রূপ নেয়। তিনি বলেন, “বুধবারের দিনটি নিঃসন্দেহে আলোচনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তবে ইসরায়েলের এক চরমপন্থী মন্ত্রী প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে “সম্পূর্ণ জয়” অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার জন্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই মন্ত্রী জেরুজালেমের এক পবিত্র স্থানে প্রার্থনা করছেন—যা দীর্ঘদিন ধরে কেবল মুসলিম উপাসনার জন্য সংরক্ষিত।

আলোচনা চলাকালেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। যুদ্ধের ফলে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে ৬৭ হাজারেরও বেশি মানুষ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অধিকাংশ এলাকা। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন স্থানে ওই হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করা হয়। বিশেষ করে দক্ষিণাঞ্চলে নিহত ৩৭০ জন সংগীতানুষ্ঠানের অংশগ্রহণকারীর প্রতি শ্রদ্ধা জানাতে পরিবার ও বন্ধুরা একত্রিত হন।

অন্যদিকে ফিলিস্তিনের জনগণ দুই বছরের ভয়াবহ যুদ্ধের স্মৃতি স্মরণ করে শান্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন। গাজার এক নারী জানান, তিনি ও তাঁর সন্তানরা দুই বছর আগে ঘর ছাড়ার পর এখনো রাস্তায় মানবেতর জীবন কাটাচ্ছেন। “গ্রীষ্মের তাপ আমরা কোনোভাবে সহ্য করেছি, কিন্তু শীতের কষ্ট অসহনীয়,” বলেন তিনি।

ইসরায়েলের এই অব্যাহত অভিযানে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি গাজার উদ্দেশে রওনা হওয়া একটি নতুন সাহায্যবাহী নৌবহর ইসরায়েলি বাহিনী আটক করে। আন্তর্জাতিক জলসীমায় আটককৃত এই জাহাজে থাকা কয়েকজন মার্কিন নাগরিককেও ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে মানবিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

বর্তমান আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দিগন্ত উন্মোচন করবে কিনা—তা এখন বিশ্ববাসীর অপেক্ষার বিষয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments