Monday, October 6, 2025
spot_img
Homeবিশেষ প্রতিবেদনফ্লোরিডার সমুদ্র তলদেশে উদ্ধার হল কোটি ডলারের প্রাচীন গুপ্তধন

ফ্লোরিডার সমুদ্র তলদেশে উদ্ধার হল কোটি ডলারের প্রাচীন গুপ্তধন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের তলদেশ থেকে পাওয়া গেছে বহু বছরের হারানো প্রাচীন গুপ্তধন, যা ইতিহাস ও অর্থ দুই দিক থেকেই অত্যন্ত মূল্যবান। এই গুপ্তধন উদ্ধার করেছে এক অভিজ্ঞ ডুবুরি দল, যারা ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকায় দীর্ঘ অনুসন্ধান পরিচালনা করেছে।

উদ্ধারকৃত সম্পদের মোট বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার, যা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকার সমান। এই গুপ্তধনের মধ্যে রয়েছে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা, যা প্রাচীন সময়ে স্প্যানিশ উপনিবেশগুলো থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মুদ্রাগুলোর উৎপত্তি মূলত বলিভিয়া, মেক্সিকো ও পেরুর বিভিন্ন উপনিবেশ থেকে।

ইতিহাসবিদরা মনে করেন, ১৭১৫ সালে এক বহর জাহাজ স্পেনে মুদ্রা ও গয়না পাঠানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে সেই বহরটি ভয়ঙ্কর ঝড়ে ডুবে যায়, এবং সমুদ্রের তলদেশে মুদ্রা ও মূল্যবান সম্পদগুলো ছড়িয়ে–ছিটিয়ে হারিয়ে যায়। এরপর থেকে এই গুপ্তধনের খোঁজ অনেক বছর ধরে চলে আসছিল।

ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ ইতিমধ্যেই গুপ্তধনের জন্য সুপরিচিত। গত কয়েক বছর ধরে ডুবুরি ও বিশেষজ্ঞরা এখানে নিয়মিত অনুসন্ধান চালিয়ে কোটি কোটি ডলারের মূল্যবান ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। তবে এবার উদ্ধারকৃত মুদ্রাগুলো একেবারেই অসাধারণ। প্রতিটি মুদ্রা শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, ইতিহাসের দিক থেকেও অনন্য। গ্রীষ্মে উদ্ধার হওয়া মুদ্রাগুলোর কয়েকটি আজও স্পষ্টভাবে দেখাচ্ছে কখন এবং কোথায় তৈরি হয়েছে। এটি ইতিহাসবিদদের জন্য অমূল্য তথ্য সরবরাহ করছে।

এক বিশেষ ডুবুরি প্রতিষ্ঠান জানিয়েছে, মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক ধাতু শনাক্তকরণ যন্ত্র ও হাতের ফ্যান ব্যবহার করে, যা সমুদ্রের তলদেশে বালু সরিয়ে খুব সাবধানে সম্পদগুলি শনাক্ত করতে সাহায্য করেছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ১৭১৫ সালের ‘ট্রেজার ফ্লিট’ জাহাজডুবির স্থানে তাদের একচেটিয়া অধিকার রয়েছে। ঐ সময়ের বহরে মোট ১১টি জাহাজ ছিল। ঝড়ের কারণে সব জাহাজ ডুবে যায় এবং প্রায় এক হাজার মানুষ প্রাণ হারায়।

গুপ্তধন উদ্ধারকারী বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি মুদ্রা ইতিহাসের একটি অংশ। এগুলো স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের যাত্রাপথ ও মানুষের জীবনধারার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। একবারে এক হাজারের বেশি মুদ্রা উদ্ধার হওয়া সত্যিই বিরল ও অসাধারণ ঘটনা।

ফ্লোরিডার আইন অনুযায়ী, এই ধরনের পাওয়া গুপ্তধনের মালিকানা স্থানীয় সরকারের। তবে ডুবুরিরা অনুমতি নিয়ে এসব সম্পদ উদ্ধার করতে পারেন। এতে নিশ্চিত হয় যে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশগুলি সংরক্ষিত থাকবে এবং গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে।

এই ঘটনা শুধুমাত্র ইতিহাস ও অর্থনীতির দিক থেকে নয়, সমুদ্র গবেষণা ও ডুবুরি শিল্পের ক্ষেত্রেও উল্লেখযোগ্য। প্রতিটি উদ্ধারের সঙ্গে রয়েছে সেই সময়ের সমুদ্রযাত্রা, ঝড় ও জীবনযাত্রার গল্প, যা ইতিহাসকে আরও জীবন্ত করে তুলে।

ফ্লোরিডার সমুদ্র তলদেশে এমন মূল্যবান প্রাচীন গুপ্তধনের আবিষ্কার ইতিহাসপ্রেমী ও গবেষকদের মধ্যে নতুন আলো জ্বালাচ্ছে। এটি প্রমাণ করে, সমুদ্রের তলদেশে এখনও রয়েছে অসংখ্য গোপন তথ্য এবং ইতিহাসের অমূল্য অংশ, যা অপেক্ষা করছে আবিষ্কারের জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments