ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube সম্প্রতি একটি মামলার নিষ্পত্তিতে সম্মত হয়েছে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট স্থগিত করার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, কোম্পানিটি এই নিষ্পত্তির অংশ হিসেবে ২৪.৫ মিলিয়ন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
এই নিষ্পত্তির মাধ্যমে মূলত তিনটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে সর্বশেষ সমাধান হলো। সাবেক প্রেসিডেন্ট ২০২১ সালের জুলাই মাসে YouTube, Twitter (বর্তমানে X) এবং Facebook (Meta)–এর বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগ ছিল, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পরিবর্তে ইচ্ছাকৃতভাবে রক্ষণশীল মতাদর্শকে দমন করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে Meta এবং X চলতি বছরের শুরুতেই মামলার নিষ্পত্তিতে এগিয়ে আসে। Meta প্রায় ২৫ মিলিয়ন ডলার এবং X প্রায় ১০ মিলিয়ন ডলার প্রদান করে এই বিষয়গুলো মীমাংসা করে নেয়। এবার YouTube-এর ২৪.৫ মিলিয়ন ডলারের নিষ্পত্তির মধ্য দিয়ে এই অধ্যায়ও শেষ হলো।
আদালতের নথি অনুযায়ী, YouTube কর্তৃক প্রদত্ত অর্থের মধ্যে ২২ মিলিয়ন ডলার যাবে সাবেক প্রেসিডেন্টের পক্ষ থেকে ন্যাশনাল মলের জন্য ট্রাস্ট নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানে। এ সংস্থাটি বর্তমানে হোয়াইট হাউস চত্বরে ২০০ মিলিয়ন ডলারের একটি বিশাল বলরুম নির্মাণ প্রকল্পে যুক্ত আছে। প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের এই স্থাপনাটি তার চার বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বাকি অর্থ মামলার অন্যান্য বাদীদের মধ্যে বণ্টন করা হবে। এর মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন, যারা কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (CPAC) আয়োজন করে থাকে, এবং মার্কিন লেখিকা নাওমি উলফ।
উল্লেখযোগ্য বিষয় হলো, YouTube কোনো ধরনের ভুল স্বীকার করেনি। তারা জানিয়েছে, এই সমঝোতার ফলে কোম্পানির কোনো নীতিমালা বা প্রোডাক্টে পরিবর্তন আসবে না।
সাবেক প্রেসিডেন্টের YouTube অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়নি, তবে ২০২১ সালে নতুন ভিডিও আপলোড করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দীর্ঘ দুই বছর পর, ২০২৩ সালে তার চ্যানেল পুনরায় সক্রিয় হয়।
এর আগে Meta-র নিষ্পত্তির অর্থের বড় অংশ (২২ মিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছিল মায়ামিতে সাবেক প্রেসিডেন্টের আসন্ন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রকল্পে ব্যবহারের জন্য।
এইভাবে, প্রযুক্তি জগতের তিন জায়ান্টের বিরুদ্ধে করা মামলাগুলোর সবকটিই নিষ্পত্তির মাধ্যমে শেষ হলো।