বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ক্রমেই বাড়ছে। আসন্ন ২০২৬ সালের টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে টিকিট কেনার জন্য তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। ফিফার সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, প্রথম ধাপের টিকিট লটারি বিক্রিতে বিশ্বের ৪৫ লাখের বেশি মানুষ আবেদন করেছেন।
টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেছেন। এই প্রথম প্রি-সেল পর্বে শুধুমাত্র ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করতে পেরেছেন।
প্রথম ধাপের লটারিতে কারা টিকিট পেতে পারবেন তা আগামী ২৯ সেপ্টেম্বর মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচিতরা টিকিট কেনার সুযোগ পাবেন।
ফিফা সভাপতি বলেছেন, “এত বড় সংখ্যক আবেদন কেবল চমকপ্রদই নয়, বরং ফুটবলের প্রতি সমর্থকদের আবেগের প্রমাণ। এটি দেখায়, বিশ্বজুড়ে সবাই ২০২৬ বিশ্বকাপের অংশ হতে মুখিয়ে আছে।”
মোট ১০৪টি ম্যাচের টিকিট বিক্রি হবে। গ্রুপ পর্বের টিকিটের দাম শুরু হবে মাত্র ৬০ ডলার থেকে। তবে নির্বাচিত হলে টিকিট পাওয়ার নিশ্চয়তা থাকবে না। প্রত্যেক দর্শক এক ম্যাচে সর্বাধিক চারটি টিকিট এবং পুরো টুর্নামেন্টে সর্বাধিক ৪০টি টিকিট কিনতে পারবেন।
টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ ‘আর্লি টিকিট ড্র’ ২৭ অক্টোবর শুরু হবে। এরপর তৃতীয় ধাপ ‘র্যানডম সিলেকশন ড্র’ শুরু হবে ৫ ডিসেম্বর, যা বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হওয়ার পর। ফিফা আরও জানিয়েছে, টুর্নামেন্ট ঘনিয়ে এলে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে। প্রথম দুই দিন পর প্রতিদিন মাঠে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজক শহরসমূহ:
-
যুক্তরাষ্ট্র: ডালাস, মায়ামি, আটলান্টা, বোস্টন, হিউস্টন, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, নিউইয়র্ক/নিউ জার্সি, সান ফ্রান্সিসকো, সিয়াটল
-
মেক্সিকো: মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, মন্তেরেই
-
কানাডা: টরন্টো, ভ্যাঙ্কুভার