Sunday, October 5, 2025
spot_img
Homeভ্রমণ টুকিটাকি২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশ ঘোষণা – পর্যটকরা উচ্ছ্বসিত

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশ ঘোষণা – পর্যটকরা উচ্ছ্বসিত

২০২৫ সালের জন্য বিশ্ব শান্তি সূচক প্রকাশ করেছে যে দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা সবচেয়ে বেশি, সেই দেশ হিসেবে আবারও চিহ্নিত হলো উত্তর ইউরোপীয় দেশ আইসল্যান্ড। আগ্নেয়গিরি, গরম জলের ঝর্ণা এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এই দেশটি শুধু পর্যটকদের জন্যই নয়, শান্তিপ্রিয় জীবনযাপনের জন্যও প্রশংসিত।

গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী, ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে আইসল্যান্ড শীর্ষে রয়েছে। সূচকটি সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের মাত্রা, এবং সামরিকীকরণের স্তর অনুযায়ী দেশগুলোকে মূল্যায়ন করে।

শান্তির ক্ষেত্রে শীর্ষে থাকা অন্য দেশগুলো হলো আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। রিপোর্টে বলা হয়েছে, “সংঘাত ও অনিশ্চয়তার সময় শান্তি তৈরি করার মূল হলো ‘পজিটিভ পিস’ — সেই মানসিকতা, প্রতিষ্ঠান ও কাঠামো যা শান্তিপ্রিয় সমাজ তৈরি ও টিকিয়ে রাখে। পজিটিভ পিসের সঙ্গে উচ্চ জিডিপি বৃদ্ধি, নিম্ন সুদের হার, সামাজিক কল্যাণ এবং ঝুঁকির প্রতি সহনশীলতার সম্পর্ক রয়েছে।”

বিশ্বের বাকি দেশগুলোতে শান্তির স্তর কমেছে। ২০০৮ সালে সূচকটি চালু হওয়ার পর গড় দেশ স্কোর ৫.৪% কমেছে এবং সবচেয়ে শান্তিপ্রিয় ও সবচেয়ে অশান্ত দেশগুলোর মধ্যে ব্যবধান ১১.৭% বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে উল্লেখ, “বিশ্ব বর্তমানে সহিংস সংঘাতের সংকটের মুখোমুখি। ২০২৩ সালে ৫৯টি রাষ্ট্রভিত্তিক সংঘাত দেখা গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বাধিক।”

রাশিয়া বিশ্বের সবচেয়ে অশান্ত দেশ হিসেবে প্রথমবারের মতো শীর্ষে এসেছে, এরপর অবস্থান নিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ১২৮ নম্বরে অবস্থান করছে, যা হন্ডুরাস, বাংলাদেশ ও উগান্ডার নিচে। এর প্রধান কারণ হলো দেশটির উচ্চ সামরিকীকরণ। পশ্চিম ও মধ্য ইউরোপে সবচেয়ে সামরিকীকৃত দেশ ফ্রান্স। দক্ষিণ আমেরিকায় শান্তির সূচকে উন্নতি ঘটেছে, বিশেষ করে পেরু ও আর্জেন্টিনায়। উত্তর ও মধ্য আমেরিকায় সবচেয়ে শান্তিপ্রিয় দেশ হলো কানাডা এবং কস্টা রিকা। সাব-সাহারান আফ্রিকায় পর্যটকদের আকর্ষণ করে সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে রয়েছে মাউরিশিয়াস, বোতসোয়ানা এবং নামিবিয়া।

পর্যটকদের জন্য উদ্দীপনা হিসেবে, স্কটল্যান্ডের উত্তর উপকূল ৫০০ নামক রোড ট্রিপ প্রায় এক দশক আগে পর্যটন প্রচারণার মাধ্যমে পরিচিত হয়েছে। ৫১৬ মাইল দীর্ঘ এই পথটির অপ্রাকৃতিক পর্যটন চাপ কমাতে স্থানীয় উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সহায়ক হয়েছে।

ভবিষ্যৎ রোড ট্রিপের পরিকল্পনাকারীরা, পথের মাঝে আরামদায়ক বিরতির জন্য ভালো ট্রাভেল কফি মাগ ব্যবহার করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments