Sunday, December 21, 2025
spot_img
Homeখেলার জগৎসাফোনভের চার পেনাল্টিতে পিএসজির ইতিহাস

সাফোনভের চার পেনাল্টিতে পিএসজির ইতিহাস

কাতারের দোহায় অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নাটকীয় এক লড়াইয়ের পর প্রথম বৈশ্বিক শিরোপার স্বাদ পেল ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মাঁ। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় ফল গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ নৈপুণ্যে চারটি পেনাল্টি শট রুখে দিয়ে দলের ঐতিহাসিক জয়ের প্রধান নায়ক হয়ে ওঠেন পিএসজির গোলরক্ষক।

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে শুরু থেকেই ম্যাচটি ছিল সমানতালে চলা এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল। ম্যাচের ৩৮ মিনিটে পিএসজির এক ফরোয়ার্ডের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় ইউরোপের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান ঘোচাতে মরিয়া হয়ে ওঠে ফ্ল্যামেঙ্গো। তাদের চাপের মুখে ৬২ মিনিটে পেনাল্টির সুযোগ পায় ব্রাজিলিয়ান ক্লাবটি। স্পটকিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ফ্ল্যামেঙ্গোর একজন মিডফিল্ডার। এরপর উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল দেখা যায়নি।

অতিরিক্ত সময়েও একই চিত্র বজায় থাকে। দুই দলই রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করলেও ক্লান্তি ও সতর্কতার কারণে বড় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।

সেখানেই দৃশ্যপটে আসেন পিএসজির গোলরক্ষক। একের পর এক শট রুখে দিয়ে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি। পেনাল্টি শুটআউটে পিএসজির হয়ে একাই চারটি শট ঠেকিয়ে দেন এই গোলকিপার, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই জয়ের মাধ্যমে পিএসজি শুধু একটি ট্রফিই নয়, ক্লাব ইতিহাসে প্রথম বৈশ্বিক শিরোপাও অর্জন করল। পাশাপাশি ২০২৫ সালে এটি হয়ে উঠল দলটির ষষ্ঠ শিরোপা। এর আগে ফরাসি সুপার কাপ, ফ্রেঞ্চ লিগ আঁ, ফরাসি কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা সুপার কাপ জিতে সফল এক মৌসুম কাটাচ্ছে ফরাসি ক্লাবটি। যদিও এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংলিশ ক্লাবের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

শিরোপা জয়ের পর পিএসজির এক মিডফিল্ডার জানান, দল হিসেবে সবাই শতভাগ প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিলেন। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না, তা তারা আগেই জানতেন। তাঁর ভাষায়, প্রতিপক্ষ ছিল অত্যন্ত শক্তিশালী ও লড়াকু। দুই দলই জিততে চেয়েছিল এবং সেই কারণেই ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ায়।

ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিফা আয়োজিত একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, যা নতুন নাম ও নতুন ফরম্যাটে ফিরেছে। এতে ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন ক্লাবগুলো অংশ নেয়। নিয়ম অনুযায়ী ইউরোপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে খেলার সুযোগ পায়, অন্য কনফেডারেশনের চ্যাম্পিয়নদের ফাইনালে উঠতে কয়েকটি ধাপ পেরোতে হয়।

এই প্রতিযোগিতার প্রথম আসর বসে কাতারে ২০২৪ সালে। এটি ২০০৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত পুরোনো নকআউট ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের জায়গা নিয়েছে। সেই প্রথম আসরের ফাইনালে ইউরোপের এক জায়ান্ট ক্লাব মেক্সিকোর একটি দলকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার ফাইনালে মুখোমুখি হয় ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো, যেখানে শেষ পর্যন্ত গোলরক্ষকের বীরত্বেই ইতিহাস গড়ে ফরাসি ক্লাবটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments