সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সোমবার বিকেলের শেষ ভাগে এক বিরল দৃশ্যের সাক্ষী হলো সাধারণ মানুষ। ইন্টারস্টেট ১৫ মহাসড়কের মাঝপথে একটি ছোট বিমান জরুরি অবতরণ করে, যা মুহূর্তেই আশেপাশের পথচারী ও চালকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনাটি ঘটে সান দিয়েগোর বালবোয়া এভিনিউ সংলগ্ন মহাসড়কে। স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের তথ্য অনুযায়ী, বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে জরুরি কল পেয়ে তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা এসে দেখতে পান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং কোনো ব্যক্তি আহত হননি।
এমনকি ঘটনাস্থলে থাকা কোনো গাড়িচালক বা যাত্রীও কোনো ক্ষতির সম্মুখীন হননি বলে জানায় মহাসড়ক পুলিশ বিভাগ। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সকল চালককে ওই এলাকায় সাবধানে চলাচল করার আহ্বান জানায়, যতক্ষণ না বিমানটিকে সড়ক থেকে নিরাপদে সরিয়ে নেওয়া যায়।
ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ জানায়, বিমানটি মূল সড়কের মাঝখানের বিভাজক অংশে (center divide) অবতরণ করে। ফলে চলমান যানবাহনের সঙ্গে সরাসরি সংঘর্ষের কোনো ঝুঁকি তৈরি হয়নি। ঘটনাটি ঘটে মহাসড়কের উত্তরমুখী অংশে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে জানা যায়, বিমানের নাম্বার অনুযায়ী এটি ছিল একটি Cessna T206 Turbo Stationair, যা ২০০৫ সালে তৈরি। বিমানটি বিকেল ৩টা ৫০ মিনিটে মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছিল। প্রথমে উপকূল বরাবর ওশানসাইড পর্যন্ত উড়ে যাওয়ার পর ফেরার পথে বিমানটিতে সমস্যা দেখা দেয়, যার কারণে পাইলট বাধ্য হন মহাসড়কের মাঝখানে জরুরি অবতরণ করাতে।
এফএএ রেজিস্ট্রির তথ্যে আরও জানা যায়, বিমানটি একটি ভাড়াভিত্তিক এয়ারক্রাফ্ট কোম্পানির মালিকানাধীন। তবে কোম্পানির প্রধান কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পরও ফেডারেল এভিয়েশন প্রশাসন (FAA) কোনো প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেনি। তথ্য জানার জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
উল্লেখ্য, এ অঞ্চলে এটি এ ধরনের প্রথম ঘটনা নয়। চলতি বছরই এর আগে, ১৬ আগস্ট, একটি ১৯৮০ সালের পাইপার চেরোকি বিমান সান দিয়েগোর ইন্টারস্টেট ৮০৫ মহাসড়কে জরুরি অবতরণ করেছিল। সেদিনও বিমান ও যাত্রী উভয়েই অক্ষত ছিল।
অবশ্য এ ধরনের জরুরি অবতরণের ঘটনা সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও কর্তৃপক্ষের তৎপরতা ও পাইলটের দক্ষ সিদ্ধান্তের কারণে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই অঞ্চলে একের পর এক মহাসড়কে বিমান অবতরণের ঘটনা কেন ঘটছে।