বাংলাদেশের জনপ্রিয় এক অভিনয়শিল্পী আনিকা কবির শখ জানালেন, রাজনীতি একজন শিল্পীর জন্য মোটেও ভালো নয়। তাঁর মতে, শিল্পীকে শিল্পচর্চাতেই মনোযোগী হওয়া উচিত, কারণ পলিটিকস বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র একজন শিল্পীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
তিনি জানান, ছোটবেলা থেকেই নাচ তাঁর জীবনের অংশ। নাচ থেকেই মিডিয়ায় আসা, এরপর অভিনয়ে যুক্ত হওয়া। অভিনয়ে আলোচনায় এলেও নাচ তিনি কখনো ছেড়ে দেননি। বিভিন্ন নৃত্যশৈলীতে দক্ষতা অর্জন করেছেন তিনি—ভরতনাট্যম, কত্থক, মণিপুরি সহ নানা ধারা শিখেছেন। এমনকি দেশ-বিদেশে নাচের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরেছেন।
অভিনয়ের ক্যারিয়ারে সবসময় তিনি প্রধান চরিত্রে কাজ করেছেন। তবে প্রথমবার নারী-কেন্দ্রিক একটি ধারাবাহিকে তাকে ঘিরেই গল্প নির্মিত হয়েছে, যেখানে অনেক সিনিয়র শিল্পীর সঙ্গেও কাজ করছেন। তিনি মনে করেন, চরিত্র ভালো হলে যেকোনো ভূমিকায় অভিনয় করতে তাঁর আপত্তি নেই।
নারী হিসেবে অভিনয়জীবনে শুরুতে তেমন বাধার সম্মুখীন না হলেও বর্তমানে কিছুটা রাজনীতি ও ষড়যন্ত্র টের পান বলে মন্তব্য করেন তিনি। তবুও তিনি আশাবাদী। তাঁর মতে, জীবনে যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই এগিয়ে যাওয়া সম্ভব।
বিদেশি সিনেমা দেখে মাঝে মাঝে আফসোস জাগে তাঁর মনে। ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে আরও ভালো কিছু উপহার দিতে পারতেন দর্শকদের। বিশেষ করে আন্তর্জাতিক মানের সিনেমায় নাম লেখাতে পারার ইচ্ছে তাঁর ভেতরে এখনও প্রবল। তবে তিনি মনে করেন, পরিচালকের ডাক ছাড়া সেটা সম্ভব নয়।
নিজের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, নিজেকে এখনো বড় মনে করেন না। তিনি শিখছেন, কাজ করছেন—এটাই তাঁর যাত্রা। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের ভালোবাসা ও সুস্থ থাকা। আর দর্শন হিসেবে বলেন, তিনি খুবই সাদামাটা একজন মানুষ, জটিলতায় বিশ্বাসী নন। সততার সঙ্গে বেঁচে থাকাই তাঁর কাছে মূল লক্ষ্য।