শিকাগোর উপকণ্ঠে ইমিগ্রেশন সংক্রান্ত এক অভিযানে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা। শুক্রবার সকালে একটি পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে কর্মকর্তারা একটি গাড়ি থামানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িচালক থামতে অস্বীকৃতি জানিয়ে গাড়ি চালিয়ে কর্মকর্তাদের ওপর আক্রমণের চেষ্টা করেন। এতে এক কর্মকর্তা গাড়ির আঘাতে গুরুতরভাবে আহত হন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। আত্মরক্ষার্থে অন্য এক কর্মকর্তা গুলি চালালে গাড়িচালক আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আহত কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে বেপরোয়া গাড়ি চালানোসহ বিভিন্ন আইনি অভিযোগের মুখোমুখি ছিলেন। তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের অভিযানের মূল লক্ষ্য ছিলেন।
এ ঘটনায় ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে স্বচ্ছ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয় রাজনীতিক ও অধিকার সংগঠনগুলো সংবাদ সম্মেলন করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন সংস্থার কঠোর অভিযানের কারণে কমিউনিটির ভেতরে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলস্বরূপ এ ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটছে।
নিহতের মৃত্যু এমন এক সময়ে ঘটল, যখন পুরো ইলিনয় অঙ্গরাজ্যে “অপারেশন মিডওয়ে ব্লিটজ” নামে ব্যাপক ইমিগ্রেশন অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। শিকাগো অঞ্চলে পরিচালিত এই অভিযানে শত শত কর্মকর্তা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।