Thursday, November 20, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎশক্তিশালী ব্যাটারি ও এআই ক্যামেরাসহ রিয়েলমির নতুন তিন 5G স্মার্টফোন এখন বাজারে

শক্তিশালী ব্যাটারি ও এআই ক্যামেরাসহ রিয়েলমির নতুন তিন 5G স্মার্টফোন এখন বাজারে

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করেছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন তিনটি ফাইভ-জি স্মার্টফোন— রিয়েলমি ১৫ ফাইভ-জি, রিয়েলমি ১৫ প্রো ফাইভ-জি এবং রিয়েলমি ১৫টি ফাইভ-জি। উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং দ্রুতগতির প্রসেসরের সমন্বয়ে তৈরি এই ফোনগুলো তরুণ ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে জানিয়েছে ব্র্যান্ডটি।

রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়, ফোন তিনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দীর্ঘস্থায়ী ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জেই ব্যবহার করা যাবে দীর্ঘ সময়, যা দৈনন্দিন ব্যবহারে এনে দেবে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। পাশাপাশি মডেলভেদে ৬০ থেকে ৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় কয়েক মিনিটের চার্জেই পাওয়া যাবে ঘন্টার পর ঘন্টা ব্যবহার সুবিধা। ফলে ব্যাটারি নিয়ে চিন্তা ছাড়াই ব্যবহারকারীরা নির্বিঘ্নে গেম, ভিডিও দেখা বা কাজ করতে পারবেন।

ফোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা ব্যবস্থা। স্বয়ংক্রিয়ভাবে আলো, দৃশ্য ও ফোকাস চিনে নিয়ে তোলা ছবিকে করে তোলে আরও স্পষ্ট ও প্রাণবন্ত। ফলে ফটোগ্রাফি প্রেমীরা সহজেই পাবেন পেশাদার মানের ছবি তোলার অভিজ্ঞতা, কোনো অতিরিক্ত সেটিংস ছাড়াই।

ডিজাইন ও ডিসপ্লের দিক থেকেও ফোনগুলো বেশ উন্নত। ৬.৭৭ ইঞ্চি থেকে ৬.৮ ইঞ্চি পর্যন্ত বড় আকারের ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা দ্রুতগতির ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। এর ফলে বড় স্ক্রিনে উচ্চ রেজল্যুশনের ভিডিও দেখা, গেম খেলা কিংবা ব্রাউজিং— সবকিছুই হবে আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময়।

প্রসেসর ও র‍্যামের ক্ষেত্রে রিয়েলমি এবারও শক্ত অবস্থান ধরে রেখেছে। প্রতিটি মডেলেই রয়েছে দ্রুতগতির প্রসেসর এবং মডেলভেদে ৮ ও ১২ গিগাবাইট র‍্যাম, যা একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারেও কোনো ধীরগতি আনবে না। ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ থাকায় ব্যবহারকারীরা সহজেই ভিডিও, ছবি ও ফাইল সংরক্ষণ করতে পারবেন।

অতিরিক্ত গরমের সমস্যার সমাধানেও রিয়েলমি এনেছে নতুন কুলিং প্রযুক্তি। দীর্ঘ সময় গেম খেলার সময় কিংবা ভারী অ্যাপ চালানোর পরও ব্যাটারি অতিরিক্ত গরম হবে না, যা ফোনের আয়ু বৃদ্ধি করবে এবং পারফরম্যান্স রাখবে স্থিতিশীল।

এছাড়া ফোনগুলো আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ফিচারসহ এসেছে। ফলে বৃষ্টির পানি বা ধুলোবালি থেকেও ডিভাইস সুরক্ষিত থাকবে। দৈনন্দিন ব্যবহারে এটি ফোনের টেকসই ও নির্ভরযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে।

রিয়েলমির তিনটি নতুন মডেলের দাম ধরা হয়েছে ক্রমানুসারে— রিয়েলমি ১৫টি ফাইভ-জি ৩২,৯৯৯ টাকা, রিয়েলমি ১৫ ফাইভ-জি ৪৪,৯৯৯ টাকা এবং রিয়েলমি ১৫ প্রো ফাইভ-জি ৫৯,৯৯৯ টাকা। কোম্পানির দাবি, প্রযুক্তি ও পারফরম্যান্সের এই সমন্বয় ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতায় আনবে নতুন এক মাত্রা।

রিয়েলমির নতুন ১৫ সিরিজের এই ফোনগুলো বাজারে আসার পর প্রতিযোগিতামূলক দামে উন্নত প্রযুক্তির স্মার্টফোন কেনার সুযোগ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments