ফ্রান্সের ঐতিহাসিক লুভ্র জাদুঘর থেকে রাজমুকুটের গয়না চুরির ঘটনায় আরও পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। এই নিয়ে আলোচিত ঘটনাটিতে মোট সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাম্প্রতিক এই গ্রেপ্তারগুলোর মধ্যে একজনকে সরাসরি চুরির মূল দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তাদের মতে, চারজনের একটি দল নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে প্রবেশ করে নেপোলিয়ন যুগের ঐতিহাসিক গয়না ও নিদর্শন চুরি করে। প্রায় ১১ দিন ধরে চলা অনুসন্ধান অভিযানের পর এই দলের তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো চুরি হওয়া সম্পদ উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ কোটি ডলারেরও বেশি মূল্যের এই গয়নাগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে কাঁচামাল হিসেবে বিক্রির উদ্দেশ্যে। এসবের মধ্যে নেপোলিয়নের দ্বিতীয় স্ত্রীর জন্য উপহার দেওয়া এক বিশাল পান্নার নেকলেসও ছিল, যা ১,০০০টিরও বেশি হীরা দ্বারা সজ্জিত।
বুধবার রাতে প্যারিস ও তার আশেপাশের অঞ্চলে, বিশেষ করে সেইন-সাঁ-দেনি এলাকায় এই নতুন গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। এর আগে, গত সপ্তাহান্তে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। এর মধ্যে একজন প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দর থেকে আলজেরিয়া পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
প্রথম দুই আসামিকে ‘সংগঠিত চুরি’ ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণের’ অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ৯৬ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তারা আংশিকভাবে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।



