রাজধানীতে সোমবার ভোরে মাত্র ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত রাত থেকেই বৃষ্টি শুরু হওয়ায় সকালবেলায় তা আরও তীব্র হয়ে ওঠে। নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে অফিসগামীদের জন্য ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ অনার মো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, গত রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনী অঞ্চলে, যা ১১৬ মিলিমিটার।
নগরীতে বৃষ্টির ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরিপাড়া, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি, যার কারণে অফিসগামীদের যাতায়াত ব্যাহত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী শিপন আহম্মেদ জানান, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার করে অফিসে পৌঁছাতে হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আরও উল্লেখ করেছেন, আজ রাজধানীতে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যদিও বাংলাদেশের উপকূলে এর প্রভাব সীমিত থাকার সম্ভাবনা রয়েছে।