যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি বড় গাড়ি উৎপাদন কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের তল্লাশির পর প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। এই অভিযান চলতি বছরের সবচেয়ে বড় কর্মক্ষেত্র অভিযান হিসেবে দেখা হচ্ছে।
কারখানাটি দক্ষিণ কোরিয়ার একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের এবং প্রায় এক বছর ধরে এখানে বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। ঘটনার পর দক্ষিণ কোরিয়া উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের সরকারকে তাদের নাগরিকদের অধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অবৈধ কর্মসংস্থান এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের কারণে এ অভিযান চালানো হয়েছে। বিশেষ প্রতিনিধি জানান, এটি কোনো অভিবাসনবিরোধী অভিযান নয়; বরং এটি দীর্ঘ কয়েক মাস ধরে চলা একটি অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত তদন্তের অংশ। অভিযানে নথি সংগ্রহ, সাক্ষাৎকার এবং প্রমাণাদি আদালতে উপস্থাপনের মাধ্যমে বিচারিক তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে।
এই ঘটনায় মার্কিন সরকারের দুটি নীতি—দেশে শিল্প উৎপাদন সম্প্রসারণ এবং অবৈধ অভিবাসন রোধ—এর মধ্যে সম্ভাব্য টানাপোড়েন তৈরি হতে পারে। পাশাপাশি এটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কেও চাপ সৃষ্টি করতে পারে।
হোয়াইট হাউসের এক বক্তব্যে বলা হয়েছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং আইসিই তাদের দায়িত্ব পালন করেছে। অভিবাসন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ৪৭৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
হুন্দাই মোটর কোম্পানি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আটক ব্যক্তিদের মধ্যে কেউই সরাসরি কোম্পানির কর্মী নন।