Sunday, October 5, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদযুক্তরাষ্ট্রজুড়ে ‘Sun Day’: নবায়নযোগ্য জ্বালানির পক্ষে গণসমাবেশ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘Sun Day’: নবায়নযোগ্য জ্বালানির পক্ষে গণসমাবেশ

যুক্তরাষ্ট্রজুড়ে আসছে রবিবার পালিত হতে যাচ্ছে ‘Sun Day’, যেখানে প্রায় ২০০টি ভিন্ন কর্মসূচির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ও সৌরশক্তির সম্ভাবনা তুলে ধরা হবে। আয়োজকরা বলছেন, এটি হতে পারে চলতি দশকের অন্যতম বৃহৎ পরিবেশ-সংক্রান্ত আন্দোলন।

সাম্প্রতিক সময়ে প্রশাসনের পক্ষ থেকে জলবায়ু সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হলেও পরিবেশকর্মীরা এবার পাল্টা জবাব দিচ্ছেন। তাদের দাবি, সৌরশক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি আর বিকল্প নয়, বরং ভবিষ্যতের জন্য নিশ্চিত পথ।

এই দিনে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্নধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভার্জিনিয়ায় সাশ্রয়ী মূল্যের বাড়িতে সোলার প্যানেল বসাবে ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’, আর নিউ হ্যাম্পশায়ারে বৈদ্যুতিক ট্রাক থেকে চালিত বাদ্যযন্ত্রের মাধ্যমে হবে কনসার্ট। নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ার পার্কে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আয়োজন, যেখানে শিল্পীরা নবায়নযোগ্য শক্তির গুরুত্ব তুলে ধরবেন।

অন্যদিকে ওরেগনে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ পরিচ্ছন্ন জ্বালানির উদযাপন, মিনেসোটায় নাটকীয় পরিবেশনা, ওয়াশিংটন ডিসিতে সৌরশক্তিচালিত বাড়ি পরিদর্শন এবং নিউ ইয়র্কের নিউ পল্টজ শহরে উদ্বোধন হবে নতুন নেট-জিরো ফায়ার স্টেশন। এছাড়া ক্যালিফোর্নিয়ার বার্কলে, শিকাগো, নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল, বোস্টন ও টুকসনসহ নানা শহরে বড় কর্মসূচি থাকছে।

এদিকে পরিবেশকর্মীরা মনে করছেন, শুধুমাত্র প্রতিবাদ নয়, ইতিবাচক দিকও তুলে ধরতে হবে। তাই এ কর্মসূচির মাধ্যমে সমাধানকে সামনে আনার চেষ্টা চলছে। তাদের মতে, এই ধরনের আন্দোলন নতুন প্রজন্ম ও ভিন্নধর্মী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে।

যদিও কেউ কেউ সমালোচনা করছেন যে, পরিবেশবিরোধী কর্মকাণ্ডের মধ্যে এমন উদযাপন ‘অতি আশাবাদী’ মনে হতে পারে, তবে আয়োজকরা বিশ্বাস করেন, মানুষকে আশা ও সমাধানের বার্তা দেওয়াই দীর্ঘমেয়াদে আন্দোলনকে শক্তিশালী করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments