মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানোর অভিযান শুরু করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। শনিবার থেকে শুরু হওয়া এ উদ্যোগকে ঘিরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ অভিযানের লক্ষ্য মূলত অপরাধে জড়িত বিদেশি নাগরিকরা। তাদের অভিবাসন ও শুল্ক কার্যকরবিষয়ক শাখা (আইসিই) এই কার্যক্রম পরিচালনা করছে। নতুন এ অভিযানের নাম রাখা হয়েছে ‘প্যাট্রিয়ট ২.০’। এর আগে গত মে মাসে পরিচালিত একই ধরনের অভিযানে প্রায় ১ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
যদিও অভিযানে কতজন ফেডারেল কর্মকর্তা অংশ নিচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র বলছে, এই উদ্যোগ কয়েক সপ্তাহ ধরে চলবে। বিশেষ করে যারা স্থানীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন কিন্তু আইসিই হেফাজতে নেওয়া সম্ভব হয়নি—তাদেরই প্রধান টার্গেট করা হচ্ছে।
অভিযান চলাকালে বোস্টনের স্থানীয় নীতিকে নিয়েও সমালোচনা শোনা গেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্রের মতে, অভিবাসন বিষয়ে আরোপিত স্থানীয় নীতি ফেডারেল কর্তৃপক্ষের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এর ফলে যৌন অপরাধী, শিশু নির্যাতনকারী, হত্যাকারী, মাদক ব্যবসায়ী এবং গ্যাং সদস্যরা আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করা হয়।
একই সময়ে শিকাগোতেও অভিবাসীবিরোধী অভিযানের প্রস্তুতি চলছে। ফলে ম্যাসাচুসেটসে শুরু হওয়া এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রজুড়ে আরও বড় আকারের অভিযানের অংশ হিসেবেই দেখা হচ্ছে।